সাদা বলের ক্রিকেটের সফল কোচকে লাল বলের ক্রিকেটেও কোচের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
Published : 17 Dec 2024, 11:03 AM
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পূর্ণকালীন পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে খুব একটা ছিল না ড্যারেনি স্যামির। কিন্তু সময়ের পরিক্রমায় কাজটাকে এমনভাবে ভালোবেসে ফেললেন, সব সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিতে চলেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটের কোচকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্যামির ভাবনায় অবশ্য ছিল না এমন কিছু, তবে নতুন দায়িত্বে দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে তর সইছে না তার।
স্যামির নতুন এই দায়িত্ব শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে। আগামী এপ্রিল থেকে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ সাবেক এই অলরাউন্ডার। আগামী মাসে পাকিস্তান সফর দিয়ে শেষ হবে টেস্ট দলের বর্তমান কোচ আন্দ্রে কোলির দায়িত্ব।
বাড়তি দায়িত্বটি অপ্রত্যাশিত হলেও স্যামি রোমাঞ্চিত। টেস্ট দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার ছক কষতে শুরু করে দিয়েছেন তিনি।
“যে কোনো সংস্করণে যে কোনো দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। যদিও এই খবরটি আমার কাছে ঠিক প্রত্যাশিত ছিল না। কোচিং করাব, এমন ভাবনাই আসলে নিজেকে নিয়ে ছিল না আমার। তবে এটা স্বীকার করতেই হবে, যেভাবে এগোচ্ছে সবকিছু, এই দায়িত্বের প্রতি ভালোবাসা ও তাড়না আরো তীব্র হয়েছে আমার।”
“আমি বিশ্বাস করি প্রক্রিয়ায়, যেটা আমি সাদা বলের ক্রিকেটে করতে সক্ষম হয়েছি এবং এই নতুন দায়িত্বেও আমি এর মধ্যেই এঁকে নিয়েছি, (টেস্ট ক্রিকেটে) সফল হতে হলে কোন কোন জায়গায় ও কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাড়তি এই দায়িত্ব ও নতুন পথচলায় নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং আমি ও আমার দল তৈরি থাকব।”
দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক গত বছরের মে মাসে সাদা বলের ক্রিকেটে কোচের দায়িত্ব নেন। তার কোচিংয়ে ২৮ ওয়ানডের ১৫টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতেছে সাতটির মধ্যে চারটি। টি-টোয়েন্টি জিতেছে ৩৫টির মধ্যে ২০টি। এই সংস্করণেও সিরিজ জিতেছে চারটি, হেরেছে তিনটি।
আন্দ্রে কোলির কোচিংয়ে ছয় টেস্ট সিরিজের একটিও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। ড্র ও হার আছে সমান তিনটি করে। এই সময়ে টেস্ট হেরেছে তারা সাতটি, জয় ও ড্র দুটি করে।
ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেওয়ার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে কোচ-পরামর্শকসহ বিভিন্ন ভূমিকায় দারুণ কিছু সাফল্য আছে স্যামির।