পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা, আমের জামালকে; ফিরেছেন সাজিদ খান, আবরার আহমেদ, ইমাম-উল-হাক।
Published : 11 Jan 2025, 08:16 PM
অনুমিতভাবে স্পিন বিভাগে শক্তি বাড়িয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল সাজিয়েছে পাকিস্তান। ফিরেছেন দুই স্পিনার সাজিদ খান ও আবরার আহমেদ। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে। আরও একটি সিরিজে বাইরে থাকছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশড হওয়া দুই টেস্টের সিরিজের দল থেকে এবারের দলে পরিবর্তন আনা হয়েছে মোট সাতটি। বাদ পড়েছেন আবদুল্লাহ শাফিক। চোটের কারণে নেই সাইম আইয়ুব ও হাসিবউল্লাহ।
ফিরেছেন ব্যাটসম্যান ইমাম-উল-হাক, মোহাম্মদ হুরাইরা ও পেসার মোহাম্মদ আলি। প্রথমবার ডাক পেয়েছেন পেসার কাশিফ আলি। মোহাম্মদ রিজওয়ানের ব্যাকআপ কিপার হিসেবে হাসিবউল্লাহর জায়গায় ডাক পেয়েছেন রোহাইল নাজির।
ইমাম ২৪ টেস্টের সবশেষটি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। মোহাম্মদ আলি সবশেষ এই সংস্করণে খেলেছেন গত অগাস্ট-সেপ্টেম্বরে, বাংলাদেশের বিপক্ষে।
২২ বছর বয়সী কাশিফ এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮টি।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বাঁহাতি নোমান আলির সঙ্গে থাকছেন অফ স্পিনার সাজিদ ও লেগ স্পিনার আবরার। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন সালমান আলি আগা।
গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল নোমান ও সাজিদের। চার ইনিংসে নোমান উইকেট নিয়েছিলেন ২০টি, সাজিদ ১৯টি।
ওই সিরিজে প্রথম টেস্টে হারের পর বাবর আজম ও নাসিমের সঙ্গে দল থেকে বাদ পড়েন আফ্রিদি। পরে দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলে থাকলেও টেস্ট স্কোয়াডে তাকে রাখা হয়নি। সাদা পোশাকে বাইরে থাকার সময় আরও লম্বা হলো তার।
আগামী ১৭ জানুয়ারি মুলতানে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি।
পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হাক, কামরান গুলাম, কাশিফ আলি, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা।