আইসিসির সব ইভেন্ট মিলিয়ে ভারত বিশ্বকাপেই সবচেয়ে বেশি দর্শক ছিল।
Published : 21 Nov 2023, 08:18 PM
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফাইনালসহ বড় ম্যাচগুলোয় স্টেডিয়ামে ছিল দর্শকদের সরব উপস্থিতি। দর্শক উপস্থিতির দিক থেকে ভারত আসর ছাড়িয়ে গেছে আইসিসির আগের সব ইভেন্টকে।
নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
সবশেষ বিশ্বকাপে সব মিলিয়ে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। এর আগে আইসিসির ইভেন্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে, মোট ১০ লাখ ১৬ হাজার ৪২০ জন।
দর্শক উপস্থিতির দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থানে আছে ২০১৯ আসর। ইংল্যান্ড আসরে সংখ্যাটা ছিল ৭ লাখ ৫২ হাজার।
২০২৩ বিশ্বকাপে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচটি হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ওই ম্যাচে দর্শক উপস্থিতি ছিল ৯০ হাজারের বেশি। ৬ উইকেটের জয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।