টেস্ট ক্রিকেট
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন তেজনারাইন চন্দরপল।
Published : 05 Jun 2024, 10:29 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মাঝে সামনের টেস্ট সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার ডাক পেলেন মিকাইল লুইস। এক সিরিজ পর দলে ফিরলেন জেসন হোল্ডার ও জেডেন সিলস।
ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে তিন ক্রিকেটার- আলজারি জোসেফ, শামার জোসেফ ও গুদাকেশ মোটি।
গত জানুয়ারিতে দুবাইয়ের আইএলটি-টোয়েন্টি খেলার জন্য অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে নাম সরিয়ে নেন হোল্ডার। তবে বারবাডোজ ও উস্টারশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করে দলে ফেরার জোরাল দাবি তোলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
ঘরের মাঠের বিশ্বকাপে অবশ্য চোটের কারণে খেলতে পারছেন না হোল্ডার। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তার সেরে ওঠা সম্ভাবনা দেখছে ক্যারিবিয়ানরা।
কাঁধে চোট থাকায় অস্ট্রেলিয়া সফরে খেলা হয়নি সিলসের। মাঠে ফিরে সাসেক্সের হয়ে ছন্দে আছেন তিনি। কাউন্টি ডিভিশন টু-এ এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ২২ বছর বয়সী পেসার।
হোল্ডার ও সিলস ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের পেস বিভাগে দুই জোসেফের সঙ্গে আছেন অভিজ্ঞ কেমার রোচ।
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য বাঁহাতি ওপেনার তেজনারাইন চন্দরপল। অস্ট্রেলিয়া সফরে ৪ ইনিংসে মাত্র ৩১ রান করে দলে জায়গা হারালেন তিনি। বদলি হিসেবে জাতীয় দলের প্রথম সুযোগ পেলেন মিকাইল লুইস। অভিষেক হলে সেন্ট কিটস থেকে টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হবেন তিনি।
২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক লুইসের। প্রথম আসরেই ১৪ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৮২ রান নিয়ে নজর কাড়েন ২৩ বছর বয়সী ওপেনার।
এছাড়া বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচেই খেলা জাস্টিন গ্রিভস ও পুরো সফর বেঞ্চে কাটানো আকিম জর্ডান।
ইংল্যান্ড সফরে ডেভেলপমেন্টের অংশ হিসেবে দলের সঙ্গে নেওয়া হবে ১৯ বছর বয়সী পেসার ইসাই থোর্নকে।
লর্ডসে আগামী ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৮ জুলাই ট্রেন্ট ব্রিজ ও ২৬ জুলাই শুরু হবে এজবাস্টন টেস্ট। মূল সিরিজের আগে ৩ জুলাই থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলিক আথানেজ, জশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), শামার জোসেফ, মিকাইল লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার।
ডেভেলপমেন্ট ক্রিকেটার: ইসাই থোর্ন