ভারতীয় ক্রিকেট
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিন ম্যাচের মধ্যে এই নিয়ে দুটি সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান।
Published : 03 Dec 2024, 05:11 PM
টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার এক ম্যাচ পর আবারও জ্বলে উঠল উর্ভিল প্যাটেলের ব্যাট। বিস্ফোরক ব্যাটিংয়ে আরেকটি শতক উপহার দিলেন গুজরাটের এই ওপেনার।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মঙ্গলবার উত্তারাখান্ডের বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান উর্ভিল। রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ১১৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। তার ৪১ বলের বিধ্বংসী ইনিংসটি সাজানো ১১ ছক্কা ও ৮ চারে। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
এই ইনিংসের পথে ৩৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন উর্ভিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এই সংস্করণে এটি তার দ্বিতীয় শতক।
ইন্দোরে উর্ভিলের তাণ্ডবে ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ১৩.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। আসরে ৬ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। ২০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের টেবিলে আছে দ্বিতীয় স্থানে।
চলতি আসরে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ২৬ বছর বয়সী উর্ভিল। গত বুধবার ত্রিপুরার বোলারদের তুলাধুনা করে ১২ ছক্কা ও ৭ চারে ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
ওই ইনিংসের পথে স্রেফ ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন উর্ভিল। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার চেয়ে কম বলে সেঞ্চুরি নেই আর কারও। ভেঙে দেন তিনি ২০১৮ সালের জানুয়ারিতে এই টুর্নামেন্টেই রিশাভ পান্তের করা ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে উর্ভিলের ২৮ বলের সেঞ্চুরিটি দ্বিতীয় দ্রুততম। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি করেন এস্তোনিয়ার ব্যাটসম্যান সাহিল চৌহানের।
চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৫ ম্যাচে উর্ভিলের রান এখন ২২৯.২৬ স্ট্রাইক রেট ও ৯৪ গড়ে ২৮১। এখন পর্যন্ত টুর্নামেন্টে ছক্কা মেরেছেন তিনি সর্বোচ্চ ২৫টি। ২০ ছক্কা মেরে তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া।
এমন খুনে ব্যাটিংয়ের প্রদর্শনী গত বছরও দেখিয়েছিলেন উর্ভিল। তবে সেটা ৫০ ওভারের ক্রিকেটের টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে। গুজরাটের হয়ে আরুনাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন এই কিপার-ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ৪০ বলে সেঞ্চুরি করে এখনও রেকর্ডটি ইউসুফ পাঠানের।
দারুণ ছন্দে থাকা উর্ভিল আইপিএলের এবারের মেগা নিলামে ‘আনক্যাপড’ উইকেটরক্ষকদের তালিকায় ছিলেন। কিন্তু নিলামে তার নামই উঠানো হয়নি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ না খেলা উর্ভিল ২০২৩ সালে গুজরাট টাইটান্সে ছিলেন। পরের বছর তাকে ছেড়ে দেয় গুজরাট।
ব্যাট হাতে যে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন তিনি, স্বাভাবিকভাবেই এখন নজরে আসার কথা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর।