পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে পাকিস্তান।
Published : 27 Dec 2024, 10:52 PM
এইডেন মার্করামের লড়াকু ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকাকে দুইশ রানের আশেপাশে থামানোর সম্ভাবনা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু অভিষেকে বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন কর্বিন বশ। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে খেললেন অপরাজিত ৮১ রানের দারুণ ইনিংস। বড় লিড পেল টেম্বা বাভুমার দল।
সেঞ্চুরিয়ন টেস্টে বশের শেষের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৩০১ রান। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান এরই মধ্যে হারিয়েছে তিন উইকেট। ২২ ওভার ব্যাটিং করে ৮৮ রান তুলতে দুই ওপেনারের সঙ্গে তারা হারিয়েছে কামরান গুলামকে।
দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে পাকিস্তান। ৩৪ বলে ২ চারে ১৬ রানে ব্যাট করছেন বাবর আজম। দুই চারে ৮ বলে ৮ রানে ব্যাট করছেন সাউদ শাকিল।
সাইম আইয়ুবকে বোল্ড করে ৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙনে কাগিসো রাবাদা। সাইমের মতোই ২৮ রান করে ফেরেন আরেক ওপেনার শান মাসুদ।
প্রথম ইনিংসে ফিফটি করা কামরানকে এবার দ্রুত ফেরান মার্কো ইয়ানসেন।
এর আগে সুপারস্পোর্ট পার্কে শুক্রবার ৩ উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্করাম ও বাভুমা জুটিকে বিচ্ছিন্ন করতে পারেনি পাকিস্তান।
পানি বিরতির পর দ্বিতীয় ওভারে বাভুমাকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্রুত এগোনো ডেভিড বেডিংহ্যামকে থামান নাসিম শাহ। কাইল ভেরেইনা ও মার্কো ইয়ানসেনকেও তিনি দ্রুত ফেরালে লিড নেওয়ার কিছুটা আশা জাগে পাকিস্তানের। যদিও পরে চিত্রপট দ্রুতই পাল্টে যায়।
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা মার্করামকে ৮৯ রানে থামান খুররম শাহজাদ। ততক্ষণে ২ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনারের ২৭২ মিনিট স্থায়ী ১৪৪ ইনিংস গড়া ১৫ চারে।
এরপর শুরু হয় বশের লড়াই। রাবাদার সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে তিনি নিয়ে যান আড়াইশ রানে। পাকিস্তানের ভোগান্তি আরও বাড়িয়ে দশম উইকেটে তিনি প্যাটারসনের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। প্যাটারসনকে ফিরিয়েই ইনিংস গুটিয়ে দেন সাইম।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২১১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৮২/৩) ৭৩.৪ ওভারে ৩০১ (মার্করাম ৮৯, বাভুমা ৩১, বেডিংহ্যাম ৩০, ভেরেইনা ২, ইয়ানসেন ২, বশ ৮১*, রাবাদা ১৩, প্যাটারসন ১২; শাহজাদ ২০-১-৭৫-৩, আব্বাস ২১-৪-৭৯-১, নাসিম ২২-১-৯২-৩, জামাল ৮-১-৩৬-২, সাইম ২.৪-০-৩-১)
পাকিস্তান ২য় ইনিংস: ২২ ওভারে ৮৮/৩ (সাইম ২৮, মাসুদ ২৮, বাবর ১৬*, কামরান ৪, শাকিল ৮*; রাবাদা ৭-১-৩১-১, বশ ৩-০-১৮-০, প্যাটারসন ৮-২-১৯-০, ইয়ানসেন ৪-০-১৭-২)