টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুপার এইটের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্র্যান্ডন কিং।
Published : 20 Jun 2024, 04:28 PM
স্যাম কারানের প্রথম বলেই বাউন্ডারি মারলেন ব্র্যান্ডন কিং। পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের দিকে খেললেন ক্যারিবিয়ান ওপেনার। সঙ্গে সঙ্গে পড়ে গেলেন পিচের ওপর। দ্রুত ছুটে এলেন ফিজিও। কোনোমতে মাঠ ছেড়ে গেলেন কিং। ফিল্ডিংয়েও আর নামতে পারলেন না।
শুরুতে ধারণা করা হচ্ছিল, কুচকিতে হয়তো টান লেগেছে কিংয়ের। পরে জানা গেছে, সাইড স্ট্রেইনের কারণে মূলত ম্যাচে আর নামতে পারেননি ২৯ বছর বয়সী ওপেনার। শুধু এই ম্যাচ নয়, বিশ্বকাপ থেকেই হয়তো ছিটকে যেতে পারেন তিনি।
সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারের ঘটনা এটি। ৩ চার ও ১ ছক্কায় ১২ বলে ২৩ রান করে দলকে দারুণ শুরু এনে দেওয়ার পথে ছিলেন কিং। কিন্তু পরের বলে পাওয়া চোটে আর খেলা হয়নি তার।
ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রূষা দিলেও তাতে তেমন কোনো কাজ হয়নি। তাই ড্রেসিং রুমে ফিরে যান কিং। তার বদলে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করেন শিমরন হেটমায়ার। ক্রিকেট উইন্ডিজের পক্ষ থেকে জানানো হয় সাইড স্ট্রেইনের সমস্যা ভুগছেন কিং।
সাধারণত এসব চোটের বেলায় সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যায়। কিন্তু ফাইনালসহ বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ১০ দিন। তাই দ্রুত সুস্থ হতে না পারলে হয়তো সামনের ম্যাচগুলো আর খেলা হবে না ক্যারিবিয়ান ওপেনারের।
ম্যাচ শেষে অধিনায়ক রভম্যান পাওয়েলও বলেছেন, কিংয়ের চোট তার কাছে চিন্তার কারণ। তবে পরিষ্কার তথ্য পাওয়ার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করার কথা জানিয়েছেন পাওয়েল।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটে তাদের শেষ ম্যাচ সোমবার ভোরে।
ওয়েস্ট ইন্ডিজের স্ট্যান্ডবাই তালিকায় আছেন পাঁচ ক্রিকেটার- কাইল মেয়ার্স, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ জুনিয়র ও ম্যাথু ফোর্ড। কিং ছিটকে গেলে তাদের একজনকেই দেখা যেতে পারে বিশ্বকাপে।