ভারতীয় ক্রিকেট
২০১২ সাল থেকে আইপিএলে খেলা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন।
Published : 17 Mar 2025, 08:32 PM
আইপিএলে নতুন দলে যোগ দিয়ে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে আকসার প্যাটেলের ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
গত তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন দু প্লেসি। তার নেতৃত্বে দুইবার প্লে-অফে ওঠে দলটি। একবার খেলে কোয়ালিফায়ার ম্যাচ।
গত নভেম্বরের মেগা নিলামের আগে ফু প্লেসিকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। নিলাম থেকে তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে টানে দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটি এবার দলে নিয়েছে আইপিএলের আরেক অভিজ্ঞ অধিনায়ক লোকেশ রাহুলকে।
২০১২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক হয় দু প্লেসির। ২০১৫ সাল পর্যন্ত দলটির প্রতিনিধিত্ব করেন তিনি। চেন্নাইকে তখন নিষিদ্ধ করা হলে প্রোটিয়া ব্যাটসম্যান যোগ দেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে, খেলেন দুই মৌসুম।
চেন্নাইয়ের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সেখানে ফিরে যান তিনি। আরও চার মৌসুম দলটিতে খেলে জেতেন দুটি শিরোপা।
২০২২ আসরের আগে নিলাম থেকে দু প্লেসিকে দলে টানে বেঙ্গালুরু। সেবার টুর্নামেন্ট শুরুর আগে আগে ভিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দিলে দু প্লেসিকে দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
সব মিলিয়ে, আইপিএলে ১৪৫ ম্যাচ খেলে ৪ হাজার ৫৭২ রান করেছেন দু প্লেসি; তার ব্যাটিং গড় ৩৫.৯৯ ও স্ট্রাইক রেট ১৩৬.৩৭। সেঞ্চুরি করতে পারেননি একটিও, ফিফটি আছে ৩৭টি।
আগামী শনিবার পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে।