ভারতীয় ক্রিকেট
Published : 05 Nov 2024, 04:30 PM
টেস্টের সবশেষ ১০ ইনিংসে ফিফটি কেবল একটি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে সেঞ্চুরির দেখা নেই ১৪ ইনিংস ধরে। ভিরাট কোহলির মতো একজনের নামের পাশে যা মানানসই নয়। চলতি বছরে ভারতীয় তারকার পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট নন আকাশ চোপড়া। সাবেক এই ব্যাটসম্যানের মতে, এখন আর প্রতিপক্ষের কাছে হুমকি নন কোহলি। উত্তরসূরির সাম্প্রতিক ফর্মে দুশ্চিন্তায় হৃদস্পন্দন বেড়ে যায় তার।
সাদা পোশাকে কোহলি গত ১০ ইনিংস ব্যাটিং করেছেন ঘরের মাঠে। চেনা আঙিনায়ও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৪৭, কানপুরে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া তিন টেস্টের সিরিজেও নিষ্প্রভ ছিলেন কোহলি। শূন্য রানে আউট হয়ে শুরু করা সিরিজের দ্বিতীয় ইনিংসেই পঞ্চাশের দেখা পান তিনি; বেঙ্গালুরুতে খেলেন ৭০ রানের ইনিংস। পরের চার ইনিংসের তিনবারই দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি।
চলতি বছর এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে ২৫০ রান করেছেন কোহলি। এই সময়ে তার ব্যাটিং গড় কেবল ২২.৭২। ফিফটির দেখা পেয়েছেন মাত্র দুইবার। অস্ট্রেলিয়া সফরের আগে দলের সেরা ব্যাটসম্যানের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ভারত দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
নিউ জিল্যান্ড সিরিজে ভরাডুবির পর ভারতীয় দল ও তাদের সেরা ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করেন আকাশ চোপড়া। সেখানে তুলে ধরেন কোহলিকে নিয়ে তার ভাবনা। ক্রিকেট বিশ্লেষক আকাশের মতে, প্রতিপক্ষের জন্য এখন সহজ শিকারে পরিণত হয়েছেন তার উত্তরসূরি।
“১০ ইনিংসে কেবল একটি ফিফটি করেছে কোহলি। শুধু এটাই না, তার কাছে যা আশা ছিল এর বেশিরভাগই মাঠে রেখে আসছে। সারা বছরের পারফরম্যান্সের দিকে তাকান। সে ইংল্যান্ড সিরিজে খেলেনি। আমি মনে করি, সেটা বড় মিস ছিল। গত পাঁচ বছরের গল্প ভালো ছিল না, আর সবশেষ ১০ ইনিংসের পারফরম্যান্স তো একদমই ভালো নয়।”
“কোহলি, সাচিন টেন্ডুলকার কিংবা স্যার ভিভিয়ান রিচার্ডস, এই খেলোয়াড়দের একটা আভা আছে। তারা ব্যাট করতে এলে ম্যাচের নিয়ন্ত্রণ করবেন। ভিরাট কোহলি যখন ব্যাটিংয়ে যেত তখন এই ধরনের আভা থাকত। এখন ভিরাট কোহলি এলে মনে হয় তাকে সহজেই আউট করা যায়। আমি তা বলছি না। আপনি প্রতিপক্ষের শরীরী ভাষা থেকে এটা বুঝতে পারবেন।”
ব্যাটিংয়ের সময় কোহলির সিদ্ধান্তগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ। তার মতে, বারবার ভুল করছেন ভারতের ব্যাটিং গ্রেট।
“সিদ্ধান্তে ভুল বারবার ঘটছে। কখনও ফুলটস মিস হচ্ছে, কখনও সরাসরি ফিল্ডারের হাতে মেরে রানের জন্য দৌড় দিচ্ছে। মাঝেমধ্যে তো বুঝতেই পারে না যে, ব্যাটের ভেতরের কানায় কিংবা বাইরের কানায় লেগেছে। একবার ডিআরএস নিচ্ছে না, পরে দ্বিতীয়বার নিচ্ছে এবং দুটোই ভুল।”
শুধু টেস্টেই নয়, চলতি বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ধুঁকছেন কোহলি। এই বছর তিন ওয়ানডে খেলে করতে পেরেছেন কেবল ৫৮ রান, সর্বোচ্চ ২৪। টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ১৮ গড়ে তার রান ১৮০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ফিফটি ছাড়া করতে পারেননি বলার মতো কিছুই। তবে ভারতের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পথে তার ওই ইনিংস রেখেছিল বড় অবদান। ফাইনালের সেরা হয়েছিলেন পুরো আসরে ১৮.৮৭ গড়ে ১৫১ রান করা কোহলি। এই সংস্করণে অবশ্য বিশ্বকাপ দিয়েই অবসর নিয়েছেন তিনি।
বছর জুড়েই ব্যাট হাতে খোলসে বন্দি কোহলিকে নিয়ে দুর্ভাবনায় আছেন আকাশ চোপড়া।
“এই বছর, এমনকি যদি আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেন, ফাইনালে সে অসাধারণ ছিল… তবে এর বাইরে সে রান করেনি এবং এটাই বাস্তবতা। শ্রীলঙ্কা সফরে সে রান পায়নি। তাই কোহলির ২০২৪ সাল দেখলে হৃদস্পন্দন বেড়ে যায়।”