চ্যাম্পিয়ন্স ট্রফি
Published : 28 Nov 2024, 06:39 PM
ভারতের মাটিতে খেলে আসবে পাকিস্তান, কিন্তু ভারত খেলতে যাবে না পাকিস্তানে, বিষয়টি মানতেই পারছেন না মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়্যারমানের স্পষ্ট উচ্চারণ- সবকিছুই হওয়া উচিত সমতার ভিত্তিতে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারতের সরকার। ফলে প্রতিযোগিতাটি শেষ পর্যন্ত কোথায় হবে, কীভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
সঙ্কট সমাধানের জন্য শুক্রবার সভা ডেকেছে আইসিসি। ‘হাইব্রিড’ মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন, পাকিস্তান থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া অথবা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া- সব বিকল্প নিয়েই আলোচনা হবে এই সভায়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বিশেষ এই সভা ডেকেছে আইসিসি।
সভার আগের দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাকভি বললেন, পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে যা ভালো হবে, সেটাই তারা করবেন।
“আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, পাকিস্তান ক্রিকেটের জন্য যা সবচেয়ে ভালো হবে, সেটাই আমরা করব। আমি প্রতিনিয়ত আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমার দল তাদের সঙ্গে কথা বলছে। আমরা এখনও আমাদের অবস্থানে পরিষ্কার যে, আমরা ভারতে ক্রিকেট খেলব এবং তারা এখানে ক্রিকেট খেলবে না, এটা গ্রহণযোগ্য নয়। যা-ই হবে, তা হবে সমতার ভিত্তিতে, আমরা আইসিসিকে স্পষ্টভাবে বলেছি।”
“আমরা যা-ই করি না কেন, পাকিস্তানের জন্য সবচেয়ে ভালোটাই নিশ্চিত করব আমরা। কিন্তু আমি আবারও বলছি এবং আমি নিশ্চিত যে, আপনারা জানেন আমি কী বলতে চাইছি, পাকিস্তান ভারতে গিয়ে খেলবে এবং তারা এখানে আসবে না, এটা হতে পারে না।”
রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও সেখানে খেলতে যায়নি দলটি। পরে বাধ্য হয়ে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে হয় পিসিবিকে। ভারতের ম্যাচগুলোসহ টুর্নামেন্টের শেষ দিকের লড়াইগুলো হয় শ্রীলঙ্কায়।
আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদে শেষ সভা হবে শুক্রবার। আগামী রোববার থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ভারতীয় বোর্ডের সচির জয় শাহ।
নাকভির আশা, আইসিসিতে গেলে এই সংস্থার স্বার্থের কথাই ভাববেন জয় শাহ।
“(জয় শাহ) ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করবেন এবং আমি নিশ্চিত যে, বিসিসিআই থেকে আইসিসিতে চলে গেলে তিনি আইসিসির পক্ষে ভাববেন এবং তার এটিই করা উচিত। যখনই কেউ এই ধরনের দায়িত্ব গ্রহণ করবেন, তখন তার কেবল সেই সংস্থার স্বার্থ বিবেচনা করা উচিত।”