Published : 06 May 2025, 09:55 PM
‘কারাগার’ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর আগামী সিরিজ ‘গুলমোহর’ মুক্তির তারিখ জানিয়েছে চরকি।
আগামী ১৫ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিরিজটি।
চরকির ফেইসবুক পেইজে প্রকাশ পেয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার।
পোস্টারে ভারতের অভিনেতা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকারকে দেখা গেছে।
এছাড়া মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ আরো অনেক অভিনেতার ছবিও এসেছে পোস্টারে।
পোস্টারের ক্যাপশনে লেখা আছে ‘ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ ১৫ মে চরকিতে আসছে, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর প্রথম চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’।
শাওকী জানিয়েছেন মিস্ট্রি-ড্রামা ঘরানার এই সিরিজে তিনি একটি পরিবারের গল্প দেখিয়েছেন।
‘গুলমোহর’ সিরিজ নিয়ে প্রথমবারের মত বাংলাদেশের কোনো কাজে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
বিজ্ঞপ্তিতে সিরিজটি নিয়ে শাশ্বত বলেন, “এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।”
পরিচালককে নিয়ে অভিনেতা বলেছেন, শাওকী তার কাজের ব্যাপারে খুব ‘স্পষ্ট’।
“তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।”
অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, “গুলমোহর একটি পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস-অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। আর শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছে যে তাকে ম্যাজিশিয়ান বলেতই হয়।”
অভিনেত্রী সুষমা সরকারের কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা এক গল্প ‘গুলমোহর’।
তিনি বলেন, “ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়ে মুচড়ে দেয় তার একটা রিফ্লেকশন পাওয়া যাবে এখানে। শাওকীর ‘গুলমোহর’ তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।”
এই সিরিজটি দিয়ে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। এটি তার নির্মিত তৃতীয় ওয়েব সিরিজ। শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক।
শাওকীর ‘কারাগার’ সিরিজের দুই কিস্তিই সাড়া তুলেছিল। এছাড়া প্রথম সিরিজ ‘তাকদীর’ দিয়েও ওটিটির দর্শকের সামনে নিজেকে পরিচিত করে তুলেছিলেন শাওকী।
আরও পড়ুন:
'কারাগার' নির্মাতা শাওকীর 'গুলমোহর' আসছে
ঢাকার 'গুলমোহরে' শাশ্বত-টোটার অদলবদল