শাশ্বত অভিনীত গুলমোহর মুক্তি পাবে মাস দুয়েক পর।
Published : 14 Jul 2024, 01:18 PM
‘গুলমোহর’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিরিজে আসতে চলেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
আনন্দবাজার লিখেছে, কিছুদিন আগে ঢাকায় এসে এই সিরিজের শুটিং শেষ করে কলকাতায় ফিরে গেছেন শাশ্বত।
ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে গুলমোহর আসবে আর দুই মাস পরে। সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, যিনি ‘কারাগার’ সিরিজ বানিয়ে ঢাকা-কলকাতা দুই শহরের দর্শকদের কাছেই দারুণ খ্যাতি পেয়েছেন।
‘চরকি’র কনটেন্ট হেড অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারকে বলেন, “শাশ্বতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এই সিরিজে। এখানে বাংলাদেশের প্রথম সারির অভিনেতারাও কাজ করছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।”
এই সিরিজের গল্প জানতে চাইলে অনিন্দ্য বলেছেন, সিরিজ়ে তথাকথিত প্রেমের গল্প বলেননি শাওকী। সম্পর্কের আলো-আঁধারি আর রহস্য মিলেমিশে জায়গা করে নিয়েছে চিত্রনাট্যে।
“শাশ্বতের সঙ্গে কাজ করে পরিচালকও অত্যন্ত খুশি। আগামীতে শাশ্বত ঢাকায় এসে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন”, বলেন অনিন্দ্য।
প্রায় তিন দশকের ক্যারিয়ার শাশ্বতর। সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’র বিভিন্ন গল্প নিয়ে নির্মিত সিরিজে ‘তোপসে’র ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন শাশ্ব্ত।
এছাড়া পশ্চিমবঙ্গের সিরিজ, সিনেমা ছাড়িয়ে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় পৌঁছে গেছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮এডি’ সিনেমায় খল চরিত্রে কাজ করেন তিনি।
শাওকীর সিরিজে শাশ্বত কীভাবে যুক্ত হলেন? ঢাকায় এসে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “প্রথমে আমাকে গল্পটা শোনানো হয়েছিল। গল্পটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। গল্পে আবেগ আছে। আমাকে কাজটার প্রস্তাব দিয়েছিলেন অনিন্দ্য। তিনি আমার অনেক দিনের বন্ধু, আমরা প্রায় একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছি। তারপর চিত্রনাট্য পেলাম, শুনলাম, পছন্দও হল। এর বাইরেও আরেকটা কারণ ছিল, সেটা হল বাংলাদেশে আসা।”
শাশ্বতের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী সুষমা সরকার।
তিনি বলেন, “শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব পছন্দের একজন অভিনেতা। তার সঙ্গে একই সিরিজ়ে কাজ হবে কখনও ভাবিনি। কিন্তু হয়ে তো গেল!’’
শাশ্বত অভিনীত ‘এটা আমাদের গল্প’ নামে একটি বাংলা সিনেমা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া হিন্দি সিরিজ ‘খাকি টু’ এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। আগামীতে এই অভিনেতাকে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমাতেও দেখা যাবে।