চ্যাম্পিয়ন্স ট্রফি
অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও অভিজ্ঞ পেসার।
Published : 09 Jan 2025, 03:16 PM
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ চলাকালে অ্যাঙ্কেলের সমস্যায় পড়েন প্যাট কামিন্স। তারপরও বোর্ডার-গাভাস্কার ট্রফির পুরোটা খেলেন তিনি। কিন্তু এখন তাকে নিয়ে জেগেছে শঙ্কা। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ান অধিনায়কের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
ঘরের মাঠে কামিন্সের নেতৃত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করার পর ঘুরে দাঁড়িয়ে তারা জেতে ৩-১ ব্যবধানে।
গত কিছুদিনে খবর ছড়িয়েছে, আসছে শ্রীলঙ্কা সফরে কামিন্সকে পাবে না অস্ট্রেলিয়া। সেটাই সত্যি হয়েছে বৃহস্পতিবার দল ঘোষণায়। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে যাচ্ছেন না তিনি। তার বদলে আবার দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়াকে কামিন্স নেতৃত্ব দিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কয়েক দিনের মধ্যে তার অ্যাঙ্কেলের স্ক্যান করানো হবে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেছেন, রিপোর্টের ওপর নির্ভর করবে কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।
“আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কখন স্ক্যানের ফলাফল আসে এবং সেখানে কী ধরা পড়ে। সামান্য কিছু কাজ বাকি আছে। চোটের কী অবস্থা, সম্ভবত সে সম্পর্কে আরও কিছু তথ্য পাব।”
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬৭ ওভার বোলিং করেন কামিন্স। সিরিজে অস্ট্রেলিয়ানদের মধ্যে যা সর্বোচ্চ। ২১.৩৬ গড়ে দলটির সর্বোচ্চ ২৫ উইকেটও তার।
আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। টুর্নামেন্টটির প্রস্তুতির জন্য টেস্ট সিরিজের পর আগামী ১৩ ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।
কামিন্সের নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। কাজের চাপ কমাতে এরপর থেকে এই সংস্করণে একদমই নিয়মিত নন তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন কেবল দুটি ওয়ানডে। কামিন্সের অনুপস্থিতিতে স্মিথ, মিচেল মার্শ, জশ ইংলিসদের দিয়ে নেতৃত্বের কাজ চালিয়েছে অস্ট্রেলিয়া।
ভারত সিরিজের মাঝপথে পেশির চোটে পড়ে ছিটকে যান জশ হেইজেলউড। অভিজ্ঞ এই পেসারকেও শ্রীলঙ্কা সফরে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি।