জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
বৃষ্টির বাগড়ায় চতুর্থ দিন খেলা হয়নি দুই সেশন, ড্রয়ের পথে জিম্বাবুয়ে-আফগানিস্তানের প্রথম টেস্ট।
Published : 29 Dec 2024, 09:52 PM
প্রথম সেশনে খেলা হলো ঠিকঠাক। এরপর যে শুরু হলো বৃষ্টি, থামাথামির নাম নেই। তাতে ভেসে গেল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের টেস্টের চতুর্থ দিনের বাকি দুই সেশন।
বুলাওয়ায়োতে দুই দলের প্রথম টেস্টে চলছে ব্যাটসম্যানদের দাপট। চার দিনেও শেষ হয়নি প্রথম ইনিংসের খেলা। পঞ্চম দিন অবিশ্বাস্য কিছু না ঘটলে, নিশ্চিত ড্রয়ের পথে এই লড়াই।
বৃষ্টির রাজত্বের দিন শেষে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৫১৫ রান। টেস্টে এনিয়ে দ্বিতীয়বার পাঁচশ করল দলটি। ২০২১ সালে আবু ধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল তারা।
আগের দিনের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসকে আরও টেনে নিচ্ছেন হাশমাতউল্লাহ শাহিদি। ১৮ চারে ১৭৯ রান করে অপরাজি আছেন আফগানিস্তান অধিনায়ক। ১ ছক্কা ও ৩ চারে ৪৬ রান খেলছেন আফসার জাজাই।
রেহমাত শাহর রেকর্ড গড়া ইনিংস থামে ২৩৪ রানে। তার ৪২৪ বল ও ৪৮৮ মিনিট স্থায়ী ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ২৩ চারে।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড গড়েন রেহমাত। বাউন্ডারি থেকে ১১০ রান করেন তিনি। ছাড়িয়ে যান শাহিদির ৯০ রানের কীর্তি।
৪২৫ রান নিয়ে রোববার খেলা শুরু করা আফগানিস্তান দ্বিতীয় ওভারেই হারিয়ে ফেলে রেহমাতকে। আগের দিনের ২৩১ রানের সঙ্গে স্রেফ ৩ রান যোগ করেই নিয়ামহুরির বলে গালিতে ধরা পড়েন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
১৪১ রান নিয়ে খেলতে নামা শাহিদি দেড়শ স্পর্শ করেন ২৯৭ বলে। আফসারকে নিয়ে প্রথম সেশন কাটিয়ে দেন তিনি। বিরতির পর দুই ওভার খেলা হতেই নামে বৃষ্টি।
লম্বা সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত আগেভাগে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫৮৬
আফগানিস্তান ১ম ইনিংস: (আগের দিন ৪২৫/২) ১৫৬ ওভারে ৫১৫/৩ (রেহমাত ২৩৪, শাহিদি ১৭৯*, আফসার ৪৬*; মুজারাবানি ২৮-৭-৫২-১, গুয়ান্ডা ২৪-১-১০৭-১, নিয়ামহুরি ২৩-২-৮২-১, উইলিয়ামস ৩৪-১-৯৮-০, মাভুটা ২৭-০-৯৮-০, বেনেট ২০-১-৫৭-০)