ভারতীয় ক্রিকেট
ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধানের মতে, সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
Published : 26 Apr 2025, 05:41 PM
জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার পক্ষপাতী নন সৌরভ গাঙ্গুলি। সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহতের ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে। এই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন দায় স্বীকার করেছেম, যারা পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা।
এই ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে দেশ দুটি তাদের নিজ নিজ দেশে ভ্রমণকারী একে অপরের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে এবং তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
কলকাতায় পেহেলগামের হামলা নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে, পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বলেন তিনি।
“শতভাগ এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটা কোনো রসিকতা না। সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না।”
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজে এক যুগের বেশি সময় ধরে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। পাকিস্তানে ১৭ বছর ধরে কোনো সফর করে না ভারতীয় দল। পাকিস্তান আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও তারা খেলেছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে, যেখানে শিরোপাও জেতে রোহিত শার্মার দল।
পেহেলগামের ঘটনার পর ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। পিএসএলে সম্প্রচারের দায়িত্বে থাকা ১২ ভারতীয় ক্রু ও একজন প্রযোজক পাকিস্তানে আটকা পড়েছেন।