ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 10:11 PM BdST Updated: 21 May 2022 12:54 AM BdST
-
৫৭ বলে ৯৩ রানের ইনিংসের পথে মইন আলির একটি শট। ছবি: আইপিএল
প্রথম চার বলে নেই কোনো রান। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মইন আলি করলেন ফিফটি। পরে রানের জোয়ারে বাঁধ পড়লেও জাগালেন সেঞ্চুরির আশা। শেষ পর্যন্ত যদিও অল্পের জন্য পেলেন না তিন অঙ্কের দেখা।
আইপিএলে শুক্রবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মইন। ফিফটি করেন তিনি ১৯ বলে। ট্রেন্ট বোল্টের এক ওভারে মারেন ৫টি চার ও একটি ছক্কা।
মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় চেন্নাই। এরপরই উইকেটে যান মইন।
প্রথম চার বলে কোনো রান নিতে না পারা ইংলিশ অলরাউন্ডার ডানা মেলে দেন প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মেরে। এক বল পর ভারতীয় পেসারকে হাঁকান পরপর ছক্কা-চার।
পরের ওভারে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে মারেন দুটি চার ও একটি ছক্কা। তার প্রথম ৩২ রানই বাউন্ডারি থেকে! এরপর একটি সিঙ্গেল।
পাওয়ার প্লের শেষ ওভারে ঝড় বয়ে যায় বোল্টের ওপর দিয়ে। নিউ জিল্যান্ডের পেসারের প্রথম বল মইন ছক্কায় ওড়ান ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে। পরের পাঁচ বলে টানা পাঁচটি চার!
তৃতীয়টিতে ফিফটি পূর্ণ হয়ে যায় তার ১৯ বলে, এবারের আসরে যা দ্বিতীয় দ্রুততম। সব আসর মিলিয়ে চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম। ২০১৪ সালে দলটির হয়ে দ্রুততম ১৬ বলে ফিফটি করেছিলেন সুরেশ রায়না।
ওই ওভার শেষে মইনের রান ছিল ২১ বলে ৫৯। যার ৫৮ রানই বাউন্ডারি থেকে!
চেন্নাই এরপর ১০ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারানোয় কমে যায় মইনের রানের গতি। প্রথম ২৩ বলে যেখানে তার নামের পাশে ছিল ১১ চার ও ৩ ছক্কা, পরের ২৫ বলে নেই কোনো বাউন্ডারিই!
এরপর ২টি চার মেরে তিনি জাগান সেঞ্চুরির সম্ভাবনা। শেষ ওভার শুরু করেন ৯৩ রান নিয়ে। তবে ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাককয়ের প্রথম বলেই বিদায় নেন ছক্কার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়ে।
আইপিএলে মইনের সর্বোচ্চ ইনিংস এটিই। আগের সর্বোচ্চ ছিল ২৮ বলে ৬৬, ২০১৯ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ তোলা চেন্নাই পরের ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৭৫! ২০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫০।
হতাশায় মোড়া মৌসুমে গত আসরের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে ৫ উইকেটে। যাশাসবি জয়সওয়ালের ফিফটি ও অশ্বিনের ২৩ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে রাজস্থান লক্ষ্য ছুঁয়ে ফেলে ২ বল হাতে রেখে।
এই জয়ে দুই নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নিল রাজস্থান। আর চেন্নাই ১৪ ম্যাচের ১০টিতে হেরে শেষ করল আসর।
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
-
পিসিবির চুক্তিতে ফিরলেন নাসিম-হায়দার
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?