কোহলিকে খোলা মনে খেলার পরামর্শ যুবরাজের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2022 08:17 PM BdST Updated: 10 May 2022 05:08 PM BdST
রান খরায় ভুগতে থাকা বিরাট কোহলিকে একেক সময় একেক টোটকা দিচ্ছেন সাবেকরা। কিছুদিন আগে যেমন তাকে ক্রিকেট থেকে দেড়-দুই মাসের ছুটি নেওয়ার জন্য বলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। পরে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। যুবরাজ সিং অবশ্য ক্রিকেট থেকে দূরে যাওয়া নয়, বরং মাঠে থেকেই সাবেক সতীর্থকে লড়ে যাওয়ার পরামর্শ দিলেন। বললেন, ব্যর্থতা ঝেড়ে ফেলতে খোলা মনে খেলা উচিত কোহলির।
একটা সময় ছিল, যখন কোহলি মানেই ছিল রানের স্রোত। সেই তিনিই এখন রান করতে পারছেন না। নিজের সাবলীল ব্যাটিংটাই যেন ভুলে গেছেন ভারতের সাবেক অধিনায়ক।
চলতি আইপিএলে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন মাত্র ১২৮ রান। ফিফটি নেই একটিও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সাবেক অধিনায়ক রাজস্থান রয়্যালসের বিপক্ষে সবশেষ ম্যাচে ১০ বলে করেন ৯ রান। তার আগে টানা দুই ম্যাচে মারেন ‘গোল্ডেন ডাক’।
২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোনো ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি নেই কোহলির। সব মিলিয়ে কোহলির ফর্মহীনতা এত দীর্ঘ হয়নি আগে কখনও।
স্পোর্টস এইটটিন-এর ‘হোম অব হিরোস’ অনুষ্ঠানে দুই পর্বের সাক্ষাৎকার দেন যুবরাজ। প্রথম পর্বে কোহলির দীর্ঘ রান খরা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, খোলা মনে খেললেই চেনা রূপে ফিরবে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি।
“বিরাটকে আবার খোলা মনে খেলতে হবে। আগে যেমনটা ছিল, যদি সে নিজেকে সেভাবে বদলাতে পারে, তাহলে সেটা তার খেলায় প্রতিফলিত হবে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করে এসেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করেছে, সেভাবেই বছরের পর বছর ধরে তার সেরাটা ফুটে উঠেছে।”
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের সারথী ছিলেন যুবরাজ। সেই আসরে কোহলিও ছিলেন দলের অংশ। সাবেক সতীর্থের বাজে সময়ে পাশে দাঁড়িয়ে যুবরাজ বললেন, সব সেরাদেরই এমন সময় আছে।
“অবশ্যই, সে নিজেও খুশি নয়, সাধারণ মানুষ তো নয়ই। কারণ আমরা তাকে সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি, বড় মাইলফলক তৈরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গে এমনটা ঘটে।”
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল