পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2021 07:24 PM BdST Updated: 23 Nov 2021 07:49 PM BdST
ফিটনেস প্রমাণ সাপেক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই অনিশ্চয়তা কেটে গেল। তবে কোনো সুখবর এলো না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
হ্যামস্ট্রিংয়ের যে চোট সাকিবের বিশ্বকাপ অভিযান থামিয়ে দিয়েছিল মাঝপথে, সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে এখনও।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এমন খবরের জন্য তারা তৈরিই ছিলেন।
“সাকিবের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ঠিক হয়নি এখনও। আমরা ধারণা করেছিলামই যে ওকে পাব না প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে পাব কিনা, তা এখনই বলা মুশকিল। ফিজিওর রিপোর্ট আমরা হয়তো পাব রাতে। সেটা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।”
“কোনো বদলি ক্রিকেটার আমরা দিচ্ছি না। সাকিবকে নিয়ে ঝুঁকি মাথায় রেখেই ১৬ জনের দল দেওয়া হয়েছিল। তারপরও আমরা কালকে চট্টগ্রাম গিয়ে কথা বলব।”
এমনিতেই চোটাক্রান্ত বাংলাদেশ দল আরও ভগ্নশক্তির হয়ে পড়ল সাকিবকে হারিয়ে। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল মাঠের বাইরে আছেন আঙুলের চোট নিয়ে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সোমবার হাতে চোট পেয়ে প্রথম টেস্টের দলে থাকতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আরেক পেসার শরিফুল ইসলামও চোটের কারণে নেই টেস্ট স্কোয়াডে।
চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করছে বাংলাদেশ।
-
বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র
-
তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা
-
শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
-
ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭
-
ছেলের মুখ দেখে আইপিএলে ফিরলেন হেটমায়ার
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার