‘বুড়ো’ ডি ভিলিয়ার্স থাকতে চান তরতাজা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021 01:21 PM BdST Updated: 14 Sep 2021 04:54 PM BdST
ব্যাট হাতে ২২ গজে এবি ডি ভিলিয়ার্স এখনও যেন খ্যাপাটে তরুণ। তবে মেঘে মেঘে বেলা তো আসলে কম হলো না! বয়স পেরিয়ে গেছে ৩৭। নিয়মিত খেলায় থাকেন না বলে শরীরে মরচেও পড়ে যথেষ্ট। আইপিএলের দ্বিতীয় ভাগে ফিরে ডি ভিলিয়ার্স তাই বলছেন, এই বয়সে নিজেকে তরতাজা রাখতে ঝরাতে হয় অনেক ঘাম।
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক চুকেবুকে গেছে বেশ আগেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফেরার খানিকটা সম্ভাবনা ছিল। সেটিও মিলিয়ে গেছে। ডি ভিলিয়ার্স এখন খেলেন কেবল আইপিএলেই।
তার ব্যাটের ধার দেখে যদিও মনে হয়, ক্যারিয়ার এখনও মধ্যগগণে। গত মে মাসে স্থগিত হওয়া আইপিএলে ৬ ইনিংসে ২০৭ রান করেন তিনি ৫১.৭৫ গড় ও ১৬৪.২৮ স্ট্রাইক রেটে। পরের সাড়ে ৫ মাসে কোনো ধরনের ক্রিকেট খেলেননি। এখন আবার সংযুক্ত আরব আমিরাতে যোগ দিয়েছেন তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলনে।
লম্বা বিরতির পর প্রথম অনুশীলন সেশন খুব সহজ ছিল না ডি ভিলিয়ার্সের জন্য। মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরম কাজটা কঠিন করে তোলে আরও। দলের ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি বললেন, চ্যালেঞ্জ মেটানোর জন্য তৈরি রাখতে চান নিজেকে।
“ভালো ছিল (অনুশীলন সেশন)। উইকেট একটু আঠালো ছিল, সত্যি বলতে তাই কাজটা ছিল কঠিন। বোলাররা ভালো বল করেছে। এখানে আর্দ্রতা অনেক। কাজেই অনেক ঘাম ঝড়ছে। ওজন কমানোর জন্য এটা কাজে দেয় বেশ। তবে আমার মতো বুড়ো মানুষকে যতটা সম্ভব তরতাজা থাকতে হবে।”
আগামী রোববার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় ভাগ। ডি ভিলিয়ার্সদের প্রথম ম্যাচ সোমবার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
-
ম্যাথিউসের আরেকটি সেঞ্চুরি, অপেক্ষায় চান্দিমাল
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার