শূন্যতে ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2021 09:14 PM BdST Updated: 05 Aug 2021 09:14 PM BdST
জেমস অ্যান্ডারসনের ফুল-লেংথ বল, ডিফেন্ড করতে গেলেন বিরাট কোহলি। হালকা সুইং করে বেরিয়ে যাওয়া বলটি নিল তার ব্যাটের কানা, ধরা পড়লেন উইকেটের পেছনে। গোল্ডেন ডাক ভারতীয় অধিনায়ক! এরই সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড নিজের করে নিলেন তিনি।
ট্রেন্ট ব্রিজ টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিন রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হয়ে যান কোহলি। আউট হয়ে হতাশায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন উইকেটে, মাঠ ছাড়তে ছাড়তে বারবারই নাড়ছিলেন মাথা।
টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির ত্রয়োদশ ‘ডাক’, অধিনায়ক হিসেবে নবম। এতে বিব্রতকর রেকর্ডটি থেকে মুক্তি মিলল মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যতে যে তাকে ছাড়িয়ে গেলেন কোহলি।
ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে শূন্যের তেতো স্বাদ পেয়েছিলেন ৮ বার। মনসুর আলি খান পতৌদির এই অভিজ্ঞতা আছে ৭ বার, কপিল দেবের ৬ বার।
শুধু টেস্টেই নয়, তিন সংস্করণ মিলিয়েও হতাশার এই রেকর্ডটির মালিক কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন তিনি। আগেই ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলির ১৩ শূন্যকে। এখানে ধোনির শূন্য ১১টি, কপিলের ১০টি।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ‘ডাক’ এখন ২৯টি, ভারতের হয়ে যা যৌথভাবে অষ্টম সর্বোচ্চ। যেখানে তার সঙ্গে আছেন গাঙ্গুলি ও কপিল।
সবচেয়ে বেশি ৪৩টি শূন্য জহির খানের। অন্যান্য উল্লেখযোগ্যদের মধ্যে শচিন টেন্ডুলকারের শূন্য ৩৪টি, বিরেন্দর শেবাগের ৩১টি, যুবরাজ সিং ২৬টি, সুরেশ রায়না ২৫টি, রাহুল দ্রাবিড়ের ২০টি।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার