শুরুর ব্যাটিং ধসের পরও ফন ডার ডাসেনের সৌজন্যে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা করতে পারে ১৭৪ রান। প্রথম ইনিংসের ১৪৯ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩২৪। শনিবার তৃতীয় দিন শেষ করেছে তারা কোনো উইকেট না হারিয়ে ১৫ রান নিয়ে।
প্রথম ইনিংসের ১৪৯ রানের লিডের পরও ওয়েস্ট ইন্ডিজ খেলায় ফিরেছিল পেসারদের সৌজন্যে। কেমার রোচ নেন চার উইকেট, স্লো মিডিয়াম পেসে প্রথম ইনিংসের মতো এবারও তিন উইকেট নেন মেয়ার্স। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭ উইকেটে ৭৩। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে ফন ডার ডাসেন অপরাজিত থাকেন ৭৫ রানে।
বৃষ্টিতে এ দিন প্রথম সেশন যায় ভেসে। পরেও বার দুয়েক খেলা বন্ধ হয় বৃষ্টিতে। তার পরও বাতাসে সুইং খুব একটা পাননি পেসাররা। কিন্তু পিচ থেকে সিম মুভমেন্ট আদায় করে নেন ক্যারিবিয়ান পেসারদের প্রায় সবাই।
ইনিংসের প্রথম ওভারে রোচের বাইরে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ধরা পড়েন এইডেন মারক্রাম।
দ্বিতীয় জুটিতে ডিন এলগার ও কিগান পিটারসেন ইঙ্গিত দেন থিতু হওয়ার। সেই চেষ্টাও থামান রোচ। বাইরের বল ঠেলে স্লিপে ধরা পড়েন এলগার।
এরপর যেন ঝড় বয়ে যায় প্রোটিয়া ব্যাটিং লাইন আপের ওপর দিয়ে। পিটারসেন ও কাইল ভেরেইনাকে ফেরান মেয়ার্স। আগের টেস্টে ১৪৯ ও এই টেস্টের প্রথম ইনিংসে ৯৬ রানের ইনিংস খেলা কুইন্টন ডি কক ফিরে যান রানের দেখা না পেয়েই। শূন্যতে ফেরেন ভিয়ান মুল্ডারও। ২১ রানের মধ্যে ৫ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার!
এরপর জেডেন সিলসের বলে স্লিপে জেসন হোল্ডারের দুর্দান্ত ক্যাচে যখন ফিরলেন কেশভ মহারাজ, দক্ষিণ আফ্রিকার তখন ১০০ হওয়া নিয়েই টানাটানি। এক প্রান্তে পড়ে থাকা ফন ডার ডাসেন খুঁজছিলেন একজন সঙ্গী। কাগিসো রাবাদা বাড়িয়ে দেন হাত। দুজনের জুটিতে গড়ে ওঠে প্রতিরোধ।
অষ্টম উইকেটে ৭০ রানের মহামূল্য জুটি গড়ে তোলেন দুজন। ৫ চার ও ১ ছয়ে ক্যারিয়ার সেরা ৪০ রানের ইনিংস খেলে আউট হন রাবাদা। পরে লোয়ার অর্ডারদের নিয়ে রান আরেকটু বাড়ান ফন ডার ডাসেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে যান ১৪২ বলে ৭৫ রান করে।
চলতি সিরিজে এখনও একবার ২০০ রানও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩২৪ রানের লক্ষ্য তাদের জন্য তাই অনেক বড়ই। তবে দিনটা অন্তত স্বস্তিতে শেষ করতে পেরেছে তারা কোনো উইকেট না হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৯৮
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৯
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৭৪ (মারক্রাম ৪, এলগার ১০, পিটারসেন ১৮, ফন ডার ডাসেন ৭৫, ভেরেইনা ৬, ডি কক ০, মুল্ডার ০, মহারাজ ৬, রাবাদা ৪০, নরকিয়া ৩, এনগিডি ৬; রোচ ১৩-১-৫২-৪, গ্যাব্রিয়েল ৬-০-২৮-০, সিলস ১১-৩-৩৪-১, মেয়ার্স ৯-২-২৪-৩, হোল্ডার ১১-২-২৪-১, ব্র্যাথওয়েট ৩-০-১০-১)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৪) ৬ ওভারে ১৫/০ (ব্র্যাথওয়েট ৫*, পাওয়েল ৯*; রাবাদা ৩-১-৫-০, এনগিডি ২-০-৬-০, নরকিয়া ১২-০-৪১-১, মহারাজ ১-০-৩-০)।