সুপার লিগের রোমাঞ্চে বৃষ্টির হানা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 08:54 PM BdST Updated: 19 Jun 2021 09:52 PM BdST
সকালের ম্যাচে দ্বিতীয় ওভারে বৃষ্টিতে বন্ধ হলো খেলা। টানা বৃ্ষ্টিতে ওই ম্যাচ তো বটেই, ভেসে গেল পরের দুটি ম্যাচও। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের প্রথম দিনে বিরূপ প্রকৃতির কবলে খেলা হলো না একটিও।
সুপার লিগের সব ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। শনিবার সকালে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম দোলেশ্বর ১.৩ ওভারে বিনা উইকেটে ৮ রান তোলার পর হানা দেয় বৃষ্টি। আর খেলা হতে পারেনি।
দুপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের লড়াই এবং সন্ধ্যায় আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে টসই হয়নি।
খেলা না হলেও পয়েন্ট ভাগাভাগি হচ্ছে না। দলগুলির সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের জরুরি সভার পর ঠিক হয়েছে, সব ম্যাচই হবে নতুন সূচিতে। শনিবারের ম্যাচগুলি হবে রোববারে। এভাবে একদিন করে পিছিয়ে যাবে অন্য সব দিনের খেলা। আগের সূচিতে আগামী শুক্রবার লিগ শেষ হওয়ার কথা থাকলেও এখন শেষ হবে শনিবার।
নতুন সূচিতে থাকছে ‘রিজার্ভ ডে।’ নির্ধারিত দিনে ওভার কেটে হলেও খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটিও সম্ভব না হলে নতুন দিনে খেলা হবে সেখান থেকেই।
একই দিনে বিকেএসপিতে রেলিগেশনের লড়াইয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচেও টস হয়নি। রেলিগেশন লিগের খেলাও পিছিয়ে গেছে এক দিন করে। পরিবর্তন আছে আরও একটি। লেজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি আগের সূচিতে বিকেএসপিতে থাকলেও এখন হবে মিরপুরে। তবে কবে, কখন, তা জানানো হবে পরে। প্রিমিয়ারে কোন দল টিকে থাকবে, তা নির্ধারিত হতে পারে এই ম্যাচের ফলাফলে।
-
ম্যাচ বাঁচানোর লড়াইয়ে লিটন-সাকিব
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল