‘কোহলি-উইলিয়ামসনের নেতৃত্বের পরীক্ষা ফাইনালে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2021 04:52 PM BdST Updated: 06 Jun 2021 04:52 PM BdST
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দক্ষতা কেমন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে ভালো করেই জানা আছে মাইক হেসনের। নেতৃত্বের ধরন আলাদা হলেও সামর্থ্যে তার চোখে দুই জনই সমান। নিউ জিল্যান্ড সাবেক কোচের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোহলি-উইলিয়ামসনের জন্য নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে আইসিসির শুরু করা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী ১৮ জুন। সাউথ্যাম্পটনে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ক্রিকেট অপারেশন্সের পরিচালক হেসন। আর দলটির অধিনায়ক কোহলি। ভারত অধিনায়কের মানসিকতা, নেতৃত্বের কৌশল কাছ থেকে দেখেছেন তিনি।
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেসন। তখন উইলিয়ামসনকে দেখেছেন খুব কাছ থেকে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে, কোহলি ও উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে নিজের ভাবনা জানান বিশ্ব ক্রিকেটের সেরা কোচদের একজন হেসন।
“তারা (উইলিয়ামসন ও কোহলি) দুই জনই খুবই ভালো অধিনায়ক। তবে হ্যাঁ, তাদের নেতৃত্বের ধরন আলাদা। খেলোয়াড়রা যদি অধিনায়ককে অনুসরণ করতে চায়, তাহলে সেটাই যেকোনো অধিনায়কের জন্য ভালো লক্ষণ।”
“কেন (উইলিয়ামসন) সময় নিয়ে চাপ তৈরি করতে পছন্দ করে। অন্যদিকে বিরাট, প্রতিনিয়ত দলকে চালকের আসনে রাখার পথ খুঁজতে থাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে কেন ও বিরাটের নেতৃত্বের পরীক্ষা। উইকেট যেহেতু দিনে দিনে পরিবর্তন হয়, তাই কেন ও বিরাট দুই জনেই কীভাবে ম্যাচে এগিয়ে থাকতে তাদের কৌশলে ছোট ছোট পরিবর্তন আনে, তা দেখাটা দারুণ হবে।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম