ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টেও নেই ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020 09:44 AM BdST Updated: 23 Dec 2020 09:44 AM BdST
-
দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ওয়ার্নার। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোট দ্বিতীয় টেস্টেও বাইরে রাখছে ডেভিড ওয়ার্নারকে। দলের সেরা ওপেনারকে বক্সিং ডে টেস্টেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।
গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে অবশ্য অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, দ্বিতীয় টেস্টেও ওয়ার্নার থাকছেন না। আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার।
সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির ওই চোটের পর ওয়ার্নার এখনও পর্যন্ত খেলতে পারেননি একটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট। তখন আশা করা হয়েছিল, বক্সিং ডে টেস্টে তাকে পাওয়া যাবে। কিন্তু এই বাঁহাতি ওপেনারের চোট সেরে ওঠার অগ্রগতি প্রত্যাশামতো হয়নি।
পেসার শন অ্যাবট চোট থেকে সেরে উঠলেও যোগ দিতে পারছেন না দলে। ওয়ার্নার ও অ্যাবট তাদের পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছিলেন সিডনিতে। সেখানে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় দুজনই গত শনিবার চলে আসেন মেলবোর্নে। কোভিড প্রটোকল অনুযায়ী তারা আবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৩০ ডিসেম্বর।
তৃতীয় টেস্টে দুজনকেই পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি। তবে কোভিড পরিস্থিতিতে ভেন্যু সরিয়ে নেওয়ার আলোচনাও চলছে।
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’