Published : 17 Nov 2020, 07:06 PM
আকাশ অবশ্য একেবারেই ধোনিকে ছেড়ে দেওয়ার কথা বলছেন না। আগামী আসরের আগে যদি মেগা নিলাম হয় সেক্ষেত্রে অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে নিলামে ফেরানোর বুদ্ধি দিয়েছেন।
“ধোনি যদি তিন বছর না থাকে এবং কেবল ২০২১ মৌসুম পর্যন্ত খেলে তাহলে ২০২২ আসরের জন্য ১৫ কোটি রুপি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তখন ১৫ কোটি রুপির ক্রিকেটার কীভাবে পাবে তারা? এটাই মেগা নিলামের সুবিধা। যদি অর্থ থাকে তাহলে বড় একটি দল গঠন করা সম্ভব।”
মেগা নিলামেই ধোনিকে চেন্নাইয়ে ফেরাতে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করার কথা বলছেন আকাশ।
“এভাবে ধোনিকে ফেরানো যাবে আর আর থলিতে থাকা অর্থ দিয়ে সঠিক ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। এতে তারাই লাভবান হবে।”