রিজা হেনড্রিকসের দারুণ ইনিংসের পরও পারল না দক্ষিণ আফ্রিকা।
এবারের আইপিএলের প্রথম ম্যাচ দিয়ে শনিবার ধোনি ক্রিকেটে ফিরেছেন ১৪ মাস পর। মাঠের বাইরে থাকার এই দীর্ঘ সময়টাতেও তাকে নিয়ে আগ্রহ ছিল তুমুল। আলোচনায় ছিলেন তিনি নিত্য। আইপিএলের আগে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের খবর। তখনও দেখা গেছে তাকে নিয়ে আবেগ-ভালোবাসার জোয়ার।
ধোনি মাঠে ফেরার আগে এই সবকিছুই উঠে এলো আলোচনায়। গাভাস্কার নিজের যুক্তি উপস্থাপন করেই জানালেন, কেন তিনি ধোনিকে বেশি জনপ্রিয় বলছেন।
ধোনির মাঠে ফেরার দিনে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা করেছে তার দল চেন্নাই। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ধোনি অপরাজিত ছিলেন শূন্য রানে।