ইংল্যান্ড টেস্ট দলে ৪ নতুন মুখ, বাদ বেয়ারস্টো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2019 10:41 PM BdST Updated: 23 Sep 2019 10:49 PM BdST
নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান অলিভার পোপ। প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন চার তরুণ জ্যাক ক্রুলি, সাকিব মাহমুদ, ম্যাট পারকিনসন ও ডমিনিক সিবলি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জফরা আর্চার, বেন স্টোকস, জস বাটলারসহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় এই দলেও নতুনের ছড়াছড়ি। এই সংস্করণের দলে অবশ্য টিকে গেছেন বেয়ারস্টো। শুধু জো ডেনলি, স্যাম কারান, মাহমুদ ও পারকিনসন জায়গা পেয়েছেন দুই সংস্করণেই।
২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত টেস্টে বেয়ারস্টোর ব্যাটিং গড় মাত্র ২৫.৯১। শুধু চলতি বছর বিবেচনায় নিলে গড়টা ২০.২৫। টেস্টে তার ছয় সেঞ্চুরির শেষটি এসেছিল গত নভেম্বরে। এরপর মাত্র দুবারই ফিফটি পার করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বেয়ারস্টোর অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন বাটলার। ব্যাক-আপ কিপার হিসেবে আছেন পোপ।
ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে দলে ফিরেছেন গত বছর দুটি টেস্ট খেলা পোপ। চোট থেকে সেরে না ওঠায় দলে নেই দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। বোলিংয়ে বিকল্প বাড়াতে ডাক পেয়েছেন ডানহাতি পেসার সাকিব ও লেগ স্পিনার পারকিনসন। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান ক্রুলি ও সিবলি।
১ নভেম্বর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ১৯ নভেম্বর থেকে শুরু হবে সাদা পোশাকের লড়াই। অবশ্য এই দুটি টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না।
টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), জ্যাক ক্রুলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পারকিনসন, অলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।
টি-টোয়েন্টির ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), টম ব্যান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেমস ভিন্স।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের