মাসাকাদজাকে বিসিবির সম্মাননা

অধিনায়ক হিসেবে পুরষ্কার বিতরণী মঞ্চে একবার এগিয়ে যেতেই হতো। তবে তার আগেই আরেকবার ডাক পড়ল হ্যামিল্টন মাসাকাদজার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ব্যাটসম্যানকে বিদায় বেলায় বিশেষ সম্মাননা জানিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 04:52 PM
Updated : 20 Sept 2019, 05:18 PM

শুক্রবার চট্টগ্রামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি শেষে বিসিবির পক্ষ থেকে স্মারক দেওয়া হয় মাসাকাদজাকে। বিদায়ী জিম্বাবুয়ে অধিনায়কের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলি খান।

নিজ দেশের বোর্ডের কাছ থেকেও উপহার পেয়েছেন এ দিন মাসাকাদজা। জিম্বাবুয়ে ক্রিকেটের স্মারক তুলে দেন ম্যানেজার লাভমোর বান্দা।

২০০১ সালে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের বিশ্ব রেকর্ড গড়ে শুরু হয়েছিল যে ক্যারিয়ার, সেটি থেমে গেল শুক্রবার। দীর্ঘ পথচলায় জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন তিনশর বেশি আন্তর্জাতিক ম্যাচ (৩১৩টি)। টি-টোয়েন্টিতে দেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড তার, তিন সংস্করণ মিলিয়ে রান তৃতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে ৪৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দেশকে।