
ইংল্যান্ডের ত্রাতা বাটলার-স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019 11:47 AM BdST Updated: 10 Feb 2019 11:47 AM BdST
ক্যারিবিয়ানে আবারও ব্যর্থ ইংল্যান্ডের টপ অর্ডার। তবে জস বাটলার ও বেন স্টোকসের অপরাজিত ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে প্রথম টেস্টে বড় সংগ্রহের আশা জাগিয়েছে জো রুটের দল।
তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান। বাটলার ৬৭ ও স্টোকস ৬২ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে এরই মধ্যে তারা গড়েছেন অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি। এবারের সফরে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।
ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ইংল্যান্ড। প্রথম ঘণ্টার বিরতির পর বাজে শটে কিটন জেনিংস ফিরলে ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি।
অনেকটা সময় নিয়ে থিতু হওয়া ররি বার্নস ও জো ডেনলি পারেননি নিজেদের ইনিংস বড় করতে। এক চারে ১০৩ বলে ২৯ রান করা বার্নসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কিমো পল। পরের ওভারে ডেনলিকে ফিরিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল।

দুই সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যানের শতরানের জুটিতে ইংল্যান্ড দিন শেষে করেছে স্বস্তিতে। ৭০তম ওভারের শেষ বলে জোসেফকে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন স্টোকস। রিপ্লেতে দেখা যায় বলটি ছিল ‘নো’। তাই বেঁচে যান এই অলরাউন্ডার। কোনো ক্ষতি ছাড়াই শেষ সেশন কাটিয়ে দেয় ইংল্যান্ড। ২০১৭ সালের জানুয়ারি থেকে এনিয়ে ১৮ বার ‘নো’ বলের জন্য উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
স্টোকস ১৩০ বলে ৬২ রান করতে হাঁকান ৬টি চার। বাটলারের ১২৩ বলে খেলা ৬৭ রানের ইনিংস গড়া ৯টি চারে।
মন্থর ওভার রেটের জন্য নিষিদ্ধ অধিনায়ক জেসন হোল্ডারের জায়গায় একাদশে ফেরা অলরাউন্ডার পল ৪২ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৩১/৪ (বার্নস ২৯, জেনিংস ৮, ডেনলি ২০, রুট ১৫, বাটলার ৬৭*, স্টোকস ৬২*; রোচ ০/৩৪, গ্যাব্রিয়েল ১/৪৪, জোসেফ ১/৫৬, পল ২/৪২, চেইস ০/৪০, ব্র্যাথওয়েট ০/৫)
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- টেস্ট দলে সৌম্য
- ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় গেইল
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- চকবাজারে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- আবারও ‘ওয়েক আপ কল’?
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়