সূচি বদল নিয়ে বিসিবি সভাপতির দুই রকম সুর
ক্রীড়া প্রতিবেদক, আবু ধাবি থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2018 08:44 PM BdST Updated: 20 Sep 2018 08:44 PM BdST
এশিয়া কাপের মাঝপথে সূচি বদল করার কারণ এসিসির কাছে জানতে চেয়েছে বিসিবি। এই কথা বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান আবার বলছেন, এই পরিবর্তন সব দলের চাওয়াতেই হয়েছে। জটিলতা এড়াতেই নাকি এই সিদ্ধান্ত! একই সঙ্গে বিসিবি সভাপতির দুই রকম কথা জন্ম দিচ্ছে নতুন বিভ্রান্তির।
টুর্নামেন্টের মাঝপথে আচমকা সূচিতে বদল আনায় বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের দিন কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও।
দিনভর এই নিয়ে আলোচনার মাঝেই বুধবার বিসিবির প্রধান নির্বাহী জানান, এই পরিবর্তনের কথা বিসিবি আগে থেকে জানত না। এসিসির কাছে কারণ জানতে চাইবে তারা।
বৃহস্পতিবার দুবাইয়ে এসিসির একটি সভায় যোগ দিয়েছিলেন বিসিবি সভাপতি। সংস্থাটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি কদিন পরই। এ দিনের সভায় সূচি নিয়ে কতটা কথা হয়েছে, তা জানা যায়নি। তবে সূচি বদল নিয়ে নাজমুল হাসানের নিজের কথা সংশয় বাড়াচ্ছে আরও। আবু ধাবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যা বললেন, তাতে বিসিবির অবস্থানের স্পষ্ট ছবি পাওয়া কঠিন।
“এখানে দুটি জিনিস আছে। প্রথম কথা হচ্ছে, আমরা ইতিমধ্যে লিখিতভাবে ব্যাখ্যা জানতে চেয়েছি। কিন্তু যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা আগেও ছিল না, এখনও নেই। ওই যে চ্যাম্পিয়ন-রানার্স আপ, বি ১, বি ২, এসব কিছুই না। সেমি-ফাইনাল হলে একটা কথা ছিল।”
আগে থেকেই জানা থাকলে বিসিবি লিখিত ব্যাখ্যা জানতে চাইছে কেন, সেই প্রশ্ন থাকছে। তবে বিসিবির সভাপতির পরের কথায় ইঙ্গিত মিলছে সূচির বদলে সায় দেওয়ার সুর।
“কথা ছিল যে আজকের খেলার পর জানা যেত ফিক্সচার কেমন হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, কার সঙ্গে খেলব, কালকে আমরা জানি না। কোথায় খেলব, সেটাও জানি না। যদি ভারতের সঙ্গে খেলা হয়, তাহলে দুবাইয়ে। পাকিস্তানের সঙ্গে হলে এখানে। তো আমাদের দল কি করবে? এটা একটা সংশয় ছিল। শুধু আমাদের না, প্রত্যেকটা দলের জন্য।
“পাকিস্তান ও ওমানের খেলার পর (আসলে হবে ভারত ও হংকং) যেহেতু চার দল চূড়ান্ত হয়ে গেছে, তখন তারা (এসিসি) সিদ্ধান্ত নেয় যে, আমরা ফিক্সচারটা দিয়ে দিলে সকলের জন্য ভালো হবে। সকলে চেয়েছে বলেই ফিক্সচার দিয়ে দিয়েছে।”
সুপার ফোরের চার দলের মধ্যে একমাত্র ভারতই সব ম্যাচ খেলবে একটি ভেন্যুতে, দুবাইয়ে। সমালোচনা হচ্ছে ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে। কিন্তু বিসিবি প্রধান মনে করছেন না ভারত সুবিধা পাচ্ছে।
“এটা ভারতের সুবিধা না। ভারতের শর্ত ছিল তারা দুবাইয়ে খেলবে। এ কারণেই ওরা আবু ধাবিতে খেলবে না।”
এসিসির পরবর্তী প্রধান হিসেবে নাজমুল হাসান জোর দিলেন এই অঞ্চলের ঔক্যে।
“এসিসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রিকেটের এশিয়াতেই সবচেয়ে বড় বাজার। বেশি দর্শক। কিভাবে এসিসিকে শক্তিশালী করা যায়, এসব নিয়ে কথা হয়েছে। বিভেদ থাকলে দুর্বল হয়ে যাবে।”
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে