জিম্বাবুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দলে ভুলতে বসা জুওয়াও

বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পরীক্ষার জন্য সিফাস জুওয়াও ও শন উইলিয়ামসকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 06:50 PM
Updated : 23 Feb 2018, 06:50 PM

সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ৪-১ ব্যবধানে হারা জিম্বাবুয়ে দল থেকে বাদ পড়েছেন রায়ান বার্ল ও তারাসাই মুসাকান্দা। দুই জনই অনুজ্জ্বল ছিলেন সেই সিরিজে।

চার ইনিংসে মাত্র ২৩ রান করেন বার্ল। ১০.৪ ওভার বোলিং করে নেন একটি উইকেট। মুসাকান্দা দুই ইনিংসে করেন মাত্র ২০ রান।

জানুয়ারিতে অনুশীলনের সময় আঙুলে পাওয়া চোটের জন্য আফগানিস্তান সিরিজে ছিলেন না উইলিয়ামস। কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দলের সিরিজেও খেলতে পারেননি তিনি। গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কায় সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

জুওয়াও নিজের একমাত্র ওয়ানডে খেলেছিলেন প্রায় ১০ বছর আগে। ২০০৮ সালের অক্টোবরে নাইরোবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ১৬ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রেকর্ড খুব একটা ভালো নয়। ৫৫ ম্যাচে ২৩.৩৫ গড়ে তার রান ১ হাজার ১২১। নেই কোনো সেঞ্চুরি। পাঁচ ফিফটির সবচেয়ে বড়টি অপরাজিত ৭৭ রানের।

কেনিয়ার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে করেন সেঞ্চুরি। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন ক্যারিয়ার সেরা ২৬৫ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটাই তার একমাত্র সেঞ্চুরি।

জিম্বাবুয়েতেই হবে বিশ্বকাপ বাছাই। ৪ মার্চ নেপাল ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে স্বাগতিকদের। সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।   

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রিমার (অধিনায়ক), তেন্দাই চাতারা, তেন্দাই চিশোরো, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টস মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর, ব্লেজিং মুজারাবানি, সিকান্দর রাজা, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস, সিফাস জুওয়াও।