দুই ওয়ানডে খেলেই অধিনায়ক মারক্রাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018 08:47 PM BdST Updated: 03 Feb 2018 08:47 PM BdST
দক্ষিণ আফ্রিকার ভবিষ্যত অধিনায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে আরও কয়েক বছর আগে থেকেই। তবে সেই ভবিষ্যত যে এত দ্রুতই বর্তমানে চলে আসবে, সেটি ভাবতে পেরেছিলেন হয়ত কম জনই। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন এইডেন মারক্রাম।
চোট পাওয়া ফাফ দু প্লেসির বদলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটসম্যান।
গত অক্টোবরে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে ৬০ বলে ৬৬ করেছিলেন মারক্রাম। এরপর গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলেছেন। ওয়ানডে অভিজ্ঞতা বলতে সম্বল এই দুই ম্যাচ। লিস্ট ‘এ’ ম্যাচও খেলেছেন মাত্র ২৮টি।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই আঙুলের চোটে সিরিজ শেষ হয়ে গেছে নিয়মিত অধিনায়ক দু প্লেসির। সিরিজের বাকি ৫ ম্যাচেই অধিনায়ক থাকবেন মারক্রাম।
চোটে পড়ে সিরিজের আগেই প্রথম তিন ম্যাচের জন্য ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স। দু প্লেসিও ছিটকে যাওয়ার পর নেতৃত্বের বিকল্প ছিল হাশিম আমলা ও জেপি দুমিনি। অধিনায়কত্ব ছাড়ার পর আর নেতৃত্বে খুব আগ্রহী নন আমলা। সুযোগটি পেতে পারতেন আগে নেতৃত্ব দেওয়া দুমিনি। দক্ষিণ আফ্রিকা বেছে নিল ২৩ বছর বয়সী মারক্রামকে।
মারক্রামের নেতৃত্বেই ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পরিণত ক্রিকেট বোধ ও নেতৃত্ব গুণের কারণে তখন থেকেই তাকে ভাবা হচ্ছে জাতীয় দলের ভবিষ্যত অধিনায়ক।
গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক। টেস্ট ক্রিকেটে শুরুটাও হয়েছে বেশ ভালো। এবার পেলেন ওয়ানডের নেতৃত্ব। ডানহাতি ব্যাটসম্যানের আন্তজার্তিক ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে।
তরুণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার আস্থা এই প্রথম নয়। ২০০৩ বিশ্বকাপে ব্যর্থতার পর শন পোলককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল ২২ বছর বয়সী গ্রায়েম স্মিথকে। পরবর্তীতে স্মিথ হয়ে উঠেছেন ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কদের একজন, দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। মারক্রামকে নিয়েও দক্ষিণ আফ্রিকার স্বপ্ন তেমন কিছুই।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!