দোলেশ্বরের রুদ্ধশ্বাস জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2017 06:19 PM BdST Updated: 29 Apr 2017 06:19 PM BdST
বারবার রং বদলানো ম্যাচে জয়ের কাছে পৌঁছে দিক হারালো কলাবাগান ক্রীড়া চক্র। রোমাঞ্চকর ম্যাচে তাদের ১ রানে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ৪ রান দরকার ছিল কলাবাগানের। অধিনায়ক ফরহাদ রেজার প্রথম বল থেকে দুই রান নেন নাবিল সামাদ। জয় তখন হাতের নাগালে।
এরপরই ভুল করলেন কলাবাগানের শেষ দুই ব্যাটসম্যান। হঠাৎ তাড়াহুড়া করতে গিয়ে মজিদের থ্রোয়ে রান আউট হয়ে যান নাহিদ হাসান। আশা জাগিয়েও হারের হতাশা নিয়ে ফিরে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০২ রান করে দোলেশ্বর। জবাবে চার বল বাকি থাকতে ২০১ রানে গুটিয়ে যায় কলাবাগান।
লক্ষ্য তাড়ায় দলকে দৃঢ় অবস্থানে নিয়ে যান মিডল অর্ডার থেকে প্রমোশন পেয়ে ইনিংস উদ্বোধন করতে নামা তাসামুল হক। ১২৬ বলে ৬টি চার ও দুটি চারে গড়া ৮৯ রানের ওপর ভর করে জয়ের আশা জাগায় দলটি।
তাসামুলের বিদায়ের পর পাল্টে যায় খেলার ছক। ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে কলাবাগান। ১৮৫ রানে নবম উইকেটের পতনের পর দলকে জয়ের দিকে নিয়ে যান নাবিল-নাহিদ। কিন্তু ১১ নম্বর ব্যাটসম্যান নাহিদের রান আউটে শেষরক্ষা হয়নি।
দোলেশ্বরের হয়ে তিনটি করে উইকেট নেন রেজা ও ম্যান অব দ্য ম্যাচ শরীফ উল্লাহ।
এর আগে বড় সংগ্রহের আশা জাগিয়েও কোনোমতে দুইশ পার হয় দোলেশ্বর। দলটির প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই দুই অঙ্কে যান কিন্তু কেউই চল্লিশ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৯ রান শাহরিয়ার নাফীসের। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী অপরাজিত থাকেন ৩৮ রানে। এর বাইরে ত্রিশের ঘরে যান কেবল মার্শাল আইয়ুব।
কলাবাগানের সেরা বোলার সঞ্জিত সাহা। ২৮ রানে ৪ উইকেট নেন তরুণ এই অফ স্পিনার। মোহাম্মদ আশরাফুল ২ উইকেট নেন ৩৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২০২/৯ (ইমতিয়াজ ১১, মজিদ ৬, শাহরিয়ার ৩৯, বিশত ২৩, মার্শাল ৩১, রেজা ১০, জাকের ৩৮*, শরিফউল্লাহ ১৫, ফেরদৌস ০, সানি ৮, দেলোয়ার ১*; নাহিদ ১/৩০, মুক্তার ১/৩৫, নাবিল ১/৪২, সঞ্জিত ৪/২৮, আশরাফুল ২/৩৪, রকিবুল ০/২০)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.২ ওভারে ২০১ (মেহরাব জুনিয়র ২৯, তাসামুল ৮৯, তুষার ১৭, আশরাফুল ৭, জসিম ১১, মাসাকাদজা ১, মুক্তার ৭, সঞ্জিত ৭, রকিবুল ২, নাবিল ৯*, নাহিদ ১০; রেজা ৩/৩২, দেলোয়ার ০/৩৮, শরিফউল্লাহ ৩/৩৬, সানি ২/৩৯, ফেরদৌস ১/৩৯, বিশত ০/১৪)
ফল: প্রাইম দোলেশ্বর ১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শরীফ উল্লাহ
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’