এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০৭টি দল অংশগ্রহণ করে।
Published : 15 May 2024, 12:27 AM
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রোগ্রামিং কোডিং ‘সামুরাই-২০২৪’ প্রতিযোগিতায় সেরা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম জানান, বাংলাদেশ-জাপান যৌথ সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই হ্যাকাথন প্রতিযোগিতা হয়।
এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০৭টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয়ের ৪৬টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শাবি শিক্ষার্থীদের দল ‘ডিফাইন কোডারস’।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাফি উল্লাহ শাফিন, ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহরাজুল ইসলাম ও শাওন মাজিদ।
চ্যাম্পিয়ন দলের সদস্য মেহরাজুল ইসলাম বলেন, “এটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকাথন প্রোগ্রাম ছিল। এই প্রতিযোগিতায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর খুব ভালো লাগছে; যা ভাষায় প্রকাশ করা যায় না। ভবিষ্যতেও দেশ-বিদেশে এমন মেগা ইভেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে নিয়ে আনতে চাই।”
চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা কিংবা প্রতিযোগিতামূলক যেকোনো কিছুতে অংশগ্রহণ করতে কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।”