ভবিষ্যতের ভাবনায় ক্যাম্পে শান্ত-এবাদত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2016 01:35 PM BdST Updated: 05 Nov 2016 01:35 PM BdST
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষিত দলটি ২২ সদস্যের। তবে প্রধান নির্বাচক বলছেন, দলটিকে ২০ সদস্যের বলে ভাবতে। দুই নবীন নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনকে রাখা হয়েছে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করতে।
নিউ জিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় দিন দশেকের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেই ক্যাম্পের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে চমক শান্ত ও এবাদতের নাম।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এই দুই জনকে নেওয়া হয়েছে মূলত ভবিষ্যত ভাবনায়।
“ওদের দুজনকে আমরা রেখেছি মূলত ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে। যেহেতু এইচপির কার্যক্রম এবার আপাতত শেষ, ‘এ’ দলের খেলাও নেই, ক্যাম্পে রাখলে ওদের ফিটনেস ও স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করা যাবে। ভবিষ্যতের জন্য দুজনের দিকেই দৃষ্টি আছে আমাদের। আর বাকি ২০ জনের মধ্য থেকেই মূলত নিউ জিল্যান্ড সফরের তিন ফরম্যাটের দল গড়া হবে।”
বাংলাদেশের সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক শান্ত। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড তার। ঘরোয়া ক্রিকেটেও শুরুটা হয়েছে বেশ ভালো। দেশের সম্ভাবনাময় উঠতি তরুণ ব্যাটসম্যানদের মধ্যে তাকে ভাবা হচ্ছে অন্যতম।
এবাদত উঠে এসেছেন পেসার হান্ট কার্যক্রমে প্রথম হয়ে। তার এগিয়ে চলাটা হচ্ছে খুব দ্রুত। ছিলেন এইচপি স্কোয়াডে। সিলেটের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচও খেলে ফেলেছেন মৌলভীবাজারের ছেলে। খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই। বিপিএলে ছিলেন রাজশাহী কিংসের স্কোয়াডে। তবে চোটের কারণে খেলতে পারবেন না বিপিএল।
ভবিষ্যতের ভাবনায় নেওয়া হলেও নিউ জিল্যান্ড সফরের দলে দুজনের কারও থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি প্রধান নির্বাচক।
“বলা তো যায় না, ক্যাম্পে যদি ওরা অসাধারণ কিছু করে, প্রস্তুতি ম্যাচে যদি খেলার সুযোগ পায় এবং দারুণ কিছু করে, কে জানে, নিউ জিল্যান্ড সিরিজের জন্যও বিবেচনায় চলে আসতে পারে। তবে আপাতত এই মুহূর্তে ওদেরকে শুধু ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে।”
-
ডমিঙ্গোর চোখে তামিমের নেতৃত্ব
-
অনুপ্রাণিত ক্যারিবিয়ানদের নিয়ে সতর্ক ডমিঙ্গো
-
প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
-
অনুশীলনের ঘাটতি পূরণে কোচের চাওয়া
-
সিমির অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ হার এড়াল আয়ারল্যান্ড
-
পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ