বিমানে একটি বোতল থেকে পানীয় পান করার পর পেটে ব্যথা, গলায় ও মুখে জ্বালাপোড়া শুরু হয়েছিল ভারতীয় এই ব্যাটসম্যানের।
Published : 30 Jan 2024, 10:22 PM
রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে যাওয়ার উদ্দেশে বিমানে উঠে অসুস্থ হয়ে পড়ায় আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে। বিমানে একটি বোতল থেকে পানীয় পান করার পর ভারতীয় এই ব্যাটসম্যানের পেটে ব্যথা, গলায় ও মুখে জ্বালাপোড়া শুরু হয়েছিল।
রঞ্জি ট্রফিতে আগামী শুক্রবার থেকে রেলওয়ের বিপক্ষে ম্যাচ আছে কর্ণাটকের। এই ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে বিমানে করে নয়া দিল্লি হয়ে সুরাটে যাচ্ছিল কর্ণাটক দল। বিমানে বমি করার পর মায়াঙ্ককে দ্রুত নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের বাকি সদস্যরা চলে যান গন্তব্যস্থলে।
কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) সভাপতি রাঘুরাম ভাটের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, মায়াঙ্ক বিপদমুক্ত আছেন এবং বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ভারতের হয়ে ২১ টেস্ট ও ৫টি ওয়ানডে খেলা মায়াঙ্কের চিকিৎসায় পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বেঙ্গালুরুতে ফিরে যাবেন এবং স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে ধারণা করা হচ্ছে। কেএসসিএ আশা করছে, শিগগিরই মাঠে ফিরবেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
রঞ্জি ট্রফির চলতি আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন মায়াঙ্ক।