Published : 17 Sep 2024, 07:48 PM
দীর্ঘ অপেক্ষার পর শ্রীলঙ্কার হয়ে ফের টেস্ট খেলতে যাচ্ছেন রামেশ মেন্ডিস। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে এই অফ স্পিনারকে রেখেছে লঙ্কানরা।
গলে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে বুধবার। আগের দিন ম্যাচটির একাদশ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে সবশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে তারা।
ওভালে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার ভিশ্ব ফার্নান্দো ও মিলান রাত্নায়েকে। ওই ম্যাচে না খেলা প্রাবাথ জায়াসুরিয়াকে ফিরিয়েছে লঙ্কানরা। ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম দুটিতে খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার।
ক্যারিয়ারের ১৪ টেস্টের সবশেষটি রামেশ খেলেন এক বছরেরও বেশি সময় আগে। কলম্বোতে ২০২৩ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন তিনি। এবার গলে সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করবেন এখন পর্যন্ত ৬৩ টেস্ট উইকেট নেওয়া এই স্পিনার।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৭ ম্যাচ খেলে ২৫৪ উইকেট নিয়েছেন রামেশ। ইনিংসে চার ও পাঁচটি করে উইকেট নিয়েছেন ১১বার। ম্যাচে ১০ উইকেট প্রাপ্তি একবার।
বিশেষজ্ঞ দুই স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। পেস আক্রমণে আছেন লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো।
প্রথম টেস্টের শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারাত্নে, পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), কুসাল মেন্ডিস, রামেশ মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।