৫০০ উইকেটের ঠিকানায় রশিদ খান

ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাইলফলক ছুঁলেন আফগান লেগ স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2023, 06:02 PM
Updated : 23 Jan 2023, 06:02 PM

রশিদ খানের অফ স্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট চালালেন ক্লাইড ফোরটান। তার ব্যাটে লেগে বল ভেঙে দিল স্টাম্প। আফগান লেগ স্পিনার পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়, ৫০০ উইকেট!

ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাইলফলক রশিদ ছুঁয়েছেন সোমবার।

দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে এ দিন এমআই কেপ টাউনের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।

কেপ টাউনে ৪৯৭ উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নামেন রশিদ। কুসল মেন্ডিস ও রাইলি রুশোকে ফিরিয়ে তিনি এগিয়ে যান মাইলফলকের দিকে। নিজের কোটার শেষ ওভারে ফোরটানকে বোল্ড করে পূর্ণ করেন ৫০০ উইকেট।

৫০০ উইকেট পেতে রশিদের লাগল ৩৭১ ম্যাচ। ৫৫৬ ম্যাচে ৬১৪ উইকেট নিয়ে চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ব্রাভো।

৪৭৪ উইকেট নিয়ে তিনে আছেন আরেক ক্যারিবিয়ান সুনিল নারাইন। ৪০০ উইকেট আছে আর কেবল তিন জনের- ইমরান তাহির (৪৬৬), সাকিব আল হাসান (৪৩৬) ও ওয়াহাব রিয়াজ (৪০১)