পারভেজ হোসেন ও খাওয়াজা নাফের সৌজন্যে এগারো আসরে প্রথমবার বিপিএল ফাইনালে দেখা গেল শতরানের উদ্বোধনী জুটি।
Published : 07 Feb 2025, 08:36 PM
শুরুতে ঝড় তুললেন পারভেজ হোসেন। অন্য প্রান্তে কিছুটা সময় নিলেন খাওয়াজা নাফে। পরে পাকিস্তানি ব্যাটসম্যানও চালালেন তাণ্ডব। দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পেল চিটাগং কিংস। বিপিএল দেখল ফাইনালে প্রথম শতরানের উদ্বোধনী জুটি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৪ রানের পুঁজি পায় চিটাগং। এতে বড় অবদান দুই ওপেনার পারভেজ ও নাফের। দুজন মিলে প্রথম উইকেটে গড়েন ১২১ রানের জুটি।
বিপিএলের ১১ আসর মিলিয়ে উদ্বোধনী জুটিতে শতক ছোঁয়ার প্রথম নজির এটি।
আগের দশ আসরে পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি হয়েছে স্রেফ একটি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গত আসরে ৪৮ বলে ৭৬ রান যোগ করেছিলেন ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ।
এছাড়া সব উইকেট মিলিয়ে বিপিএল ফাইনালে শতক ছোঁয়া জুটি হয়েছে মাত্র ৫টি। ২০১৭ সালের আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন রংপুর রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল।
টস হেরে ব্যাটিং নেমে পাওয়ার প্লেতে ৫৭ রান করে চিটাগং। তানভির ইসলামের বলে দুটি ছক্কাসহ পারভেজের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩২ রান। নাফের নামের পাশে তখন ২১ বলে ২২ রান।
পরে নাফেও বাড়ান রানের গতি। ফিফটি ছুঁতে তার লাগে ৩৭ বল। পারভেজ ৩০ বলে করেন পঞ্চাশ। একাদশ ওভারে একশ ছুঁয়ে ফেলে চিটাগং।
ত্রয়োদশ ওভারে নাফেকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন ইবাদত হোসেন চৌধুরি। পাঁচ ম্যাচে তৃতীয় ফিফটিতে ৪৪ বলে ৬৬ রান করেন পাকিস্তানি তরুণ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন পারভেজ।
তিন নম্বরে নামা গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৪ রান। দ্বিতীয় উইকেটে ক্লার্ক ও পারভেজ মিলে যোগ করেন ৪০ বলে ৭০ রান।