সিলেটে প্রথম টেস্টের টিকেট কেনা যাবে শুক্রবার থেকে, গতবছরের তুলনায় সব গ্যালারির টিকেটের দাম কমানো হয়েছে।
Published : 17 Apr 2025, 08:52 PM
নতুন বছরে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক সিরিজে অনলাইনে বিক্রির জন্য মাত্র ১০ শতাংশ টিকেট রেখেছে বিসিবি। এছাড়া মধুমতি ব্যাংকের পাশাপাশি স্টেডিয়ামের বুথেও পাওয়া যাবে প্রথম টেস্টের টিকেট।
শুক্রবার থেকে পাওয়া যাবে সিলেট টেস্টের টিকেট। সর্বনিম্ন ৫০ টাকায় দেখা যাবে খেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের টিকেট সম্পর্কিত তথ্য জানিয়েছে বিসিবি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে প্রথম টেস্ট। মধুমতি ব্যাংক পিএলসির আম্বরখানা শাখায় শুক্রবার সকাল ১০টা থেকে পাওয়া যাবে ওই ম্যাচের টিকেট। পরদিন সকাল ১০টা থেকে স্টেডিয়ামের বুথেও টিকেট বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে অনলাইনে টিকেট বিক্রি সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। তবে টিকেট বিক্রির জন্য বোর্ডের নতুন ওয়েবসাইটে (https://www.gobcbticket.com.bd/events) দেখা গেছে, অনলাইনে রাখা হয়েছে টিকেট কেনার সুযোগ।
বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজে দর্শক আগ্রহে কম থাকতে পারে ভাবনায় মোট ধারণক্ষমতার ৪৫ শতাংশ টিকেট বিক্রি করা হবে। এর মধ্যে ১০ শতাংশ টিকেট অনলাইনে দেওয়া হয়েছে।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থাও রাখা হচ্ছে।
বছরের শুরুতে বিপিএলের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ক্রমেই অনলাইনে টিকেট বিক্রি বাড়ানো হবে। তবে জাতীয় দলের প্রথম সিরিজে উল্টো কমানো হয়েছে। বিপিএলে ৩৫ শতাংশ টিকেট দেওয়া হয়েছিল অনলাইনে।
গতবছরের তুলনায় সব গ্যালারির টিকেটের দামই কমানো হয়েছে। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিল এরিয়ার টিকেট পাওয়া যাবে ৫০ টাকায়।
গত বছরের মার্চে সিলেটের মাঠে সবশেষ টেস্টে টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ১০০ টাকা। এছাড়া সর্বোচ্চ ১ হাজার টাকা ছিল গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। এবার ৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
এর বাইরে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ১০০, পূর্ব গ্যালারি (ফটক-২) ১৫০ ও ক্লাব হাউজের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।