ওশেন টমাসের ১ বলে ১৫ রানের ঘটনায় প্রথম 'নো' বলের ভিডিও দেখতে চাইবেন খুলনার প্রধান কোচ তালহা জুবায়ের।
Published : 31 Dec 2024, 07:29 PM
বিপিএলের দ্বিতীয় দিনে ঘটনাবহুল ম্যাচে সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছেন ওশেন টমাস। ১ বলে ১৫ রান দিয়ে আর ১২ বলের ওভার করে এখন আলোচনায় তিনি। অবশ্য তার প্রথম 'নো' বল নিয়ে সংশয় আছে খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়েরের। শুরুর ওই সুবিধা কাজে লাগাতে না পারার আক্ষেপ করলেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ২০৪ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বৈধ বল থেকেই ১৫ রান পেয়ে যায় কিংস। তবে টমাসের প্রথম ডেলিভারিতে উইকেট প্রায় পেয়েই গিয়েছিল খুলনা। কিন্তু 'নো' বল হওয়ায় বেঁচে যান নাঈম ইসলাম।
এরপর টমাসের ওয়াইড ও নো বলের বহর। ফ্রি হিট ডেলিভারিতে রান পাননি নাঈম। তবে পরের বল ছক্কায় ওড়ান তিনি। সেটিও ছিল 'নো' বল। এরপর দুটি ওয়াইড। পরের বল চার মারেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আবার 'নো' বলের সংকেত দেন আম্পায়ার।
কিংসের স্কোরবোর্ডে তখন ১ বলে ১৫ রান। তবে ততক্ষণে ৬টি বল করে ফেলেন টমাস। ওই ওভারে পরে আরেকটি 'নো' বল করেন ক্যারিবিয়ান পেসার। সব মিলিয়ে ১২ বলে শেষ করেন প্রথম ওভার।
বিশাল লক্ষ্যে অমন শুরুর পরও কাঙ্ক্ষিত গতি পায়নি কিংসের ইনিংস। পাওয়ার প্লেতে তারা হারায় ৪ উইকেট। স্কোরবোর্ডে মাত্র ৭৫ রান হতেই ড্রেসিং রুমে ফেরেন ৮ ব্যাটসম্যান। পরে শামীম হোসেনের ৭৮ রানের ইনিংসে কমে পরাজয়ের ব্যবধান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুযোগ কাজে লাগাতে না পারায় আফসোস জানিয়ে মিঠুন বলেন, টমাসের ওই ওভারের মতো ঘটনা ক্যারিয়ারে আগে কখনও দেখেননি তিনি।
“আমাদের এই সুবিধাটা নেওয়া উচিত ছিল। দুইশর বেশি রান তাড়ায় ১ বলে ১৫ রান, এটা আমাদের জন্য অবশ্যই বাড়তি পাওয়া ছিল। তারপরও আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। ব্যক্তিগতভাবে আমি কখনও এমন ঘটনা দেখিনি। এবারই প্রথম।”
মিঠুনের মতো তালহার কাছেও স্বাভাবিকভাবেই ১ বলে ১৫ রানের এই ঘটনা নতুন। তবে নাঈমের আউট হওয়া 'নো' বল নিয়ে সংশয়ের কথা বলেন খুলনার প্রধান কোচ।
“সত্যিকার অর্থে প্রথম বলে যখন উইকেট পড়ে গেছে, তারপর হঠাৎ করে দেখলাম 'নো বল'… ওটা নিয়ে আমার একটু সংশয় আছে। কারণ ওটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে বলটা আসলেই নো বল ছিল কি না। ওটার রিপ্লে তারা দেখায়নি। তাই ওইটার রিপ্লে আমি অবশ্যই দেখতে চাইব যে বলটার ভিডিও আমি চাই।”
“তারপর যেটা শুরু হলো, আমিও কখনও দেখিনি এক বলে ১৫ রান, নো বল, ফ্রি হিট, ওয়াইড বল, নো বল ফ্রি হিট... অনেকদিন ধরেন বোলারের খারাপ দিন যায়, শুরুটা ভালো হয় না।”
ওই এক ওভারের পর আর বোলিং পাননি টমাস। তার ফিটনেসে ঘাটতি দেখছেন খুলনার কোচ।
“ওশানে থমাসের গঠনটাও দেখবেন খুবই দীর্ঘদেহী, লম্বা-চওড়া। ওই দেশের যারা প্লেয়ার আছে, তারা সবসময়ই এ রকম থাকে। আমার মনে হয়, ফাস্ট বোলার হিসেবে টমাসের ফিটনেসেও একটু ঘাটতি আছে। খারাপ দিন ছিল। হয়তোবা ছন্দটা পায়নি।”
“আর ওর তো নো বলের প্রবণতা একটা আছে, আন্তর্জাতিক ম্যাচেও আমরা দেখেছি ওর নো বল হয়। বড় রানআপ নিয়ে হয়তো কখনও কাজ করেনি। এই কারণে হয়তো এই সমস্যাটা হয়। তবে এটি খুবই নতুন, ১ বলে ১৫ রানের ঘটনা।”