বাংলাদেশ-ভারত
বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানে জেতা প্রথম টেস্টের দল থেকে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।
Published : 22 Sep 2024, 04:47 PM
বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ের পর স্বাভবিকভাবেই দলে কোনো পরিবর্তনের কথা ভাবছে না ভারত। তাই প্রথম টেস্টের স্কোয়াড নিয়েই কানপুরে খেলবে স্বাগতিকরা।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশকে ২৮০ রান হারায় ভারত। এর পরপরই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
দলে থাকলেও চেন্নাই টেস্টের একাদশে সুযোগ পাননি সারফারাজ খান, ধ্রুভ জুরেল, আকসার প্যাটেল, কুলদিভ ইয়াদাভ, ইয়াশ দায়াল। পরের ম্যাচে সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন তাদের মধ্যে কেউ। আবার অপরিবর্তিত একাদশ নিয়েও খেলতে পারে ভারত।
কানপুরে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে পারেন এই সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার ইয়াশ দায়াল। চেন্নাইয়ে খুব একটা ভালো করতে পারেননি আকাশ দিপ। দুই ইনিংস মিলিয়ে তার শিকার দুই উইকেট।
লোকেশ রাহুলের দলে থাকা নিয়েই ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ১৬ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে অপরাজিত থাকেন ২২ রান নিয়ে। দ্বিতীয় ম্যাচে তার জায়গায় একাদশে সারফারাজ আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
বাংলাদেশকে প্রথম ম্যাচে হারানোর কারিগর রাভিচান্দ্রান অশ্বিন। ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই অলরাউন্ডার জ্বলে ওঠেন নিজের আসল কাজেও। দ্বিতীয় ইনিংসে বল হাতে তার শিকার ৬ উইকেট। ম্যাচ সেরার স্বীকৃতি পান তিনিই।
চেন্নাইয়ে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রান থামিয়ে ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলো-অন করানো সুযোগ থাকলেও দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। পরে ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিয়ে সফরকারীদের তারা গুটিয়ে দেয় ২৩৪ রানে।
আগামী শুক্রবার দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
দ্বিতীয় টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফারাজ খান, রিশাভ পান্ত, ধ্রুভ জুরেল, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, কুলদিভ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দায়াল।