ভারতীয় ক্রিকেট
Published : 27 Nov 2024, 03:47 PM
একের পর এক বাউন্ডারিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়লেন উর্ভিল প্যাটেল। তার সামনে বল ফেলার জায়গাই যেন খুঁজে পাচ্ছিলেন না ত্রিপুরার বোলাররা। ব্যাট হাতে ঝড় তুলে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন গুজরাটের ব্যাটসম্যান। জায়গা করে নিলেন রেকর্ড পাতায়।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বুধবার ত্রিপুরার বোলারদের তুলাধুনা করে স্রেফ ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন উর্ভিল। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম শতক।
এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি সাহিল চৌহানের। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার এই ব্যাটসম্যান।
ভারতীয় ক্রিকেটে সবার ওপরে উর্ভিল। দেশটির ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার চেয়ে কম বলে সেঞ্চুরি নেই আর কারও। এতদিন রেকর্ডটি ছিল রিশাভ পান্তের। ২০১৮ সালের জানুয়ারিতে এই টুর্নামেন্টেই ৩২ বলে সেঞ্চুরি করেন ভারতের এই কিপার-ব্যাটসম্যান।
ত্রিপুরার দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নামেন উর্ভিল। তার তাণ্ডবে ১০.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
১১৩ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ২৬ বছর বয়সী উর্ভিল। তার ৩৫ বলের অপরাজিত ইনিংসটি গড়া ১২ ছক্কা ও ৭ চারে।
তিনটি ছক্কা মারেন তিনি কাভার দিয়ে। লং-অন ও লং-অফ মিলিয়ে হাঁকান আরও তিনটি। সবচেয়ে বেশি চারটি ছক্কা ওড়ান মিডউইকেট দিয়ে। আর একটি স্কয়ার লেগে।
ত্রিপুরার অধিনায়ক মানদিপ সিংয়ের পাঁচ বলের মধ্যে চারটিকেই উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেলেন উর্ভিল। অভিজিৎ সরকারের ৯ বলে চারটি চার ও এক ছক্কায় নেন ২৬ রান।
এমন খুনে ব্যাটিংয়ের প্রদর্শনী গত বছরও দেখিয়েছিলেন উর্ভিল। তবে সেটা ৫০ ওভারের ক্রিকেটের টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে। গত বছর ঠিক এই দিনে (২৭ নভেম্বর) গুজরাটের হয়ে আরুনাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন এই কিপার-ব্যাটসম্যান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ৪০ বলে সেঞ্চুরি করে এখনও রেকর্ডটি ইউসুফ পাঠানের।
২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সে ছিলেন উর্ভিল। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বছর তাকে ছেড়ে দেয় গুজরাট। এবারের মেগা নিলামে ‘আনক্যাপড' উইকেটরক্ষক হিসেবে থাকলেও নিলামে উঠানো হয়নি তার নাম।
এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি খেলে উর্ভিলের রান ১৬৪.১১ স্ট্রাইক রেটে ৯৮৮। একটি সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৪টি।