বিসিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন নিগার সুলতানা ও ফারজানা হক, বল হাতে আলো ছড়ালেন নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়ারা।
Published : 23 Dec 2024, 06:05 PM
মারুফা আক্তারের বল ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে দেড়শ রানে পৌঁছে গেলেন নিগার সুলতানা। এরপরই ইনিংস ঘোষণা করে দিলেন সেন্ট্রাল জোন অধিনায়ক। তাই আরও বড় কিছু করা হলো না তার। এর আগেই অবশ্য অনন্য এক কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন নিগার; মেয়েদের লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার তিনিই।
অসাধারণ অর্জনের দিনটি অবশ্য জয়ে রাঙাতে পারেননি নিগার, চমৎকার সেঞ্চুরিতে পাল্টা জবাব দেন নর্থ জোনের অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে নিগার ও ফারজানার তিন অঙ্কের ইনিংসের পাশে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন আয়েশা রহমান ও ইশমা তানজিম; তবে নব্বই ছুঁয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন তারা। আর বল হাতে ৫ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও রাবেয়া।
নিগারের ১৫৩ রানের জবাবে ফারজানার ১০২
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফল আসেনি নর্থ জোন ও সেন্ট্রাল জোনের ম্যাচে। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। জবাবে নিগারের সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেটে ৩৮৭ রান করে সেন্ট্রাল জোন।
১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফারজানা ও ইশমার বড় জুটিতে ১ উইকেটে ২০৪ রান করে নর্থ জোন। ফারজানার সেঞ্চুরি হতেই ড্র মেনে নেয় দুই দল।
একমাত্র ইনিংসে ২৫৩ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার। লাল বলে প্রথম শতকছোঁয়া ইনিংসে ২০ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। ২১৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে পরের পঞ্চাশ করতে তার লাগে ৩৮ বল।
নর্থ জোনের হয়ে ১১৩ রান খরচায় ৬ উইকেট নেন অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৯০ রানের জুটি গড়েন নর্থ জোনের দুই ওপেনার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিশা বিশ্বাসের বলে ক্যাচ আউট হন ইশমা। ১৭১ বলে ৮ চারে ৯০ রান করেন তিনি।
এক ওভার পর দিশার বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছান ফারজানা। ২২৬ বলে ১২ চারে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও তিনি করেন ৮৬ রান।
দেড়শছোঁয়া ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিগার।
সংক্ষিপ্ত স্কোর
নর্থ জোন ১ম ইনিংস: ৯৫ ওভারে ২৪০/৯ (ডিক্লে.) (ইশমা ২১, ফারজানা ৮৬, শারমিন ০, সোবহানা ১০, রিতু ৫৭, মিষ্টি ৭, রচনা ০, জান্নাতুল ১, মারুফা ২৪*, ফাতেমা ৮, ফারিহা ৮*; পূজা ১০-৩-২৩-০, দিশা ১১-০-২৭-০, লতা ৫-০-২৪-০, নাহিদা ২৭-১৫-৪৮-৭, ফুয়ারা ২৭-৯-৫৫-১, মুমতা হেনা ৮-২-২৪-০, স্বর্ণা ৭-১-২৩-০)
সেন্ট্রাল জোন ১ম ইনিংস: ১২৫.৫ ওভারে ৩৮৭/৮ (ডিক্লে.) (মুর্শিয়া ৬৬, ফারজানা ৬০, লতা ০, নিগার ১৫৩*, শারমিন ৮, স্বর্ণা ৩৮, নাহিদা ৩৪, দিশা ০, মুমতা হেনা ০, পূজা ০*; মারুফা ১৯.৪-৪-৬১-০, ফাতেমা ২১-৫-৪১-০, জান্নাতুল ৩৭-৮-১১৩-৬, ফারিহা ১৪-৫-২৬-০, রিতু ১৫-২-৪২-১, সোবহানা ৮-০-২৭-০, মিষ্টি ১১-১-৪৯-০)
নর্থ জোন ২য় ইনিংস: ৬৭ ওভারে ২০৪/১ (ইশমা ৯০, ফারজানা ১০২*, শারমিন ১*; পূজা ৮-০-২২-০, দিশা ১১-২-২৭-১, ফুয়ারা ১৬-৪-৪২-০, মুমতা হেনা ৩-০-১৪-০, নাহিদা ৯-২-২২-০, লতা ৬-১-১৭-০, শারমিন ৩-০-১৬-০)
ফল: ম্যাচ ড্র
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
রাবেয়ার অলরাউন্ড নৈপুণ্যে সাউথ জোনের জয়
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ইস্ট জোনকে ১০ উইকেটে হারিয়েছে সাউথ জোন। মাত্র ৯ রানের লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেছে তারা।
প্রথম ইনিংসে ইস্ট জোন করে ১৯৩ রান। পরে আয়েশা রহমান, রুবাইয়া হায়দার, রাবেয়ার সত্তরছোঁয়া ইনিংসে সাউথ জোনের ইনিংস থামে ৩৪৭ রানে।
১৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করেন রাবেয়া। ১৬২ রানে গুটিয়ে যায় ইস্ট জোন।
সাউথ জোনের প্রথম ইনিংসে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আয়েশা। ১৫৪ বলের ইনিংসে ১৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ওপেনার। এছাড়া রুবাইয়া ১১৪ বলে ৮২ ও রাবেয়া করেন ৯৬ বলে ৭০ রান।
পরে রাবেয়ার স্পিন পরীক্ষায় পড়ে ইস্ট জোন। ১৯ ওভারে ৯ মেইডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন তরুণ লেগ স্পিনার। ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন তাজ নেহার। প্রথম ইনিংসে ৮৮ রান করা শারমিন আক্তার দ্বিতীয়বার খেলেন ৪২ রানের ইনিংস।
অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাউথ জোনের অধিনায়ক রাবেয়া।
সংক্ষিপ্ত স্কোর
ইস্ট জোন ১ম ইনিংস: ৫৯.৪ ওভারে ১৯৩ (দিলারা ০, শম্পা ১০, জান্নাতুল ২০, শারমিন ৮৮, তাজ ১, দিপা ৪, ফাহিমা ৩৪, শরিফা ৩০, সুরাইয়া ০, খাদিজা ০*, সাবেকুন ১; প্রীতি ৭-২-৩০-২, লেকি ২-০-১২-০, সালমা ১২-৫-৩০-২, সানজিদা ১১-৪-২৫-০, সুলতানা ৭.৪-০-৩০-৩, রাবেয়া ১০-৪-২২-২, রুমানা ৮-৩-১৭-১, আয়েশা ২-০-২৩-০)
সাউথ জোন ১ম ইনিংস: ৯৩.৩ ওভারে ৩৪৭ (শামিমা ২৮, আয়েশা ৯৪, রুবাইয়া ৮২, রুমানা ৫, উন্নতি ০, সালমা ২১, রাবেয়া ৭০, সুলতানা ২, লেকি ৫, সানজিদা ২২, প্রীতি ১*; সুরাইয়া ১২-২-৫৮-১, সাবেকুন ২৪-৩-৬৭-২, শরিফা ১৭.৩-২-৬৭-৪, ফাহিমা ২২-৬-৬৫-১, খাদিজা ১২-০-৫৬-১, দিপা ২-০-৬-০, জান্নাতুল ৪-১-১৪-১)
ইস্ট জোন ২য় ইনিংস: ৮৬ ওভারে ১৬২ (শম্পা ২৫, দিলারা ০, জান্নাতুল ০, দিপা ২, শারমিন ৪২, তাজ ৪৩, ফাহিমা ৩৪, শরিফা ৫, খাদিজা ০*, সুরাইয়া ০, সাবেকুন ০; সালমা ১৩-৫-২৮-২, সানজিদা ১৬-৩-৪১-১, রুমানা ১৫-৬-২২-১, সুলতানা ১৩-৫-২২-০, রাবেয়া ১৯-৯-১৮-৫, প্রীতি ৪-২-৮-০, শামিমা ১-০-৭-০, আয়েশা ৫-২-৬-১)
সাউথ জোন ২য় ইনিংস: (লক্ষ্য ৯) ৫ ওভারে ১২/০ (শামিমা ৮*, আয়েশা ৩*; সাবেকুন ৩-১-১০-০, ফাহিমা ২-১-১-০)
ফল: সাউথ জোন ১০ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: রাবেয়া