নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ম্যাচের একাদশ ঘোষণা হয়ে যাওয়ার পর এক ক্রিকেটার চোটে পড়ায় অস্ট্রেলিয়া অধিনায়কের সম্মতি নিয়ে পরিবর্তনটি করেছে ভারত।
Published : 13 Oct 2024, 09:29 PM
একাদশ ঘোষণা হয়ে যাওয়ার পর চোটে পড়লেন আশা সোবহানা। উপায়ন্ত না পেয়ে ম্যাচ রেফারির কাছে ছুটল ভারত। পরে অস্ট্রেলিয়া অধিনায়কের সম্মতি নিয়ে একাদশে পরিবর্তন করার অনুমতি দিলেন রেফারি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে দেখা গেল এমন ঘটনা। টস হয়ে যাওয়ার পর ভারতের একাদশে লেগ স্পিনার আশার জায়গায় সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার রাধা ইয়াদাভ।
ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর ও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক তাহ্লিয়া ম্যাকগ্রা টস করতে যাওয়ার পর ওয়ার্ম-আপ অনুশীলনে হাঁটুতে চোট পান আশা। সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
কিন্তু এর আগেই ঠিক করা একাদশে ছিল তার নাম। তার জায়গায় তাই নতুন কাউকে নিতে হলে প্রয়োজন ছিল প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজের মাধ্যমে ম্যাকগ্রাকে বিষয়টি জানান হলে, আপত্তি করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক।
অস্ট্রেলিয়া দলেও আছে চোট সমস্যা। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ডান পায়ে চোট পান নিয়মিত অধিনায়ক এলিসা হিলি। তাই ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাকগ্রা। এছাড়া ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ম্যাচের চতুর্থ বলে ছিটকে যান টায়লা ভ্যালেমিক।