যুব এশিয়া কাপে নজর কাড়া আজিজুল হাকিম তামিম দেশে ফিরে স্বীকৃতি ক্রিকেটে অভিষেকেই উপহার দিলেন ঝড়ো ফিফটি, তবে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ জেতালেন হাবিবুর রহমান।
Published : 11 Dec 2024, 06:39 PM
কৌতূহলের কেন্দ্রে ছিলেন তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই নজর ছিল অনেকের। কিন্তু পাশের মাঠেই দুর্দান্ত পারফরম্যান্সে আলোটুকু কেড়ে নিলেন আরেক তামিম। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যর্থ অভিজ্ঞ তামিম। তবে মাত্রই যুব এশিয়া কাপ মাতিয়ে আসা আজিজুল হাকিম তামিম স্বীকৃতি ক্রিকেটে অভিষেকেই উপহার দিলেন ঝড়ো ফিফটি।
তবে শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে গেলে হাবিবুর রহমান। মারকাটারি ব্যাটিংয়ে দুর্দান্ত ইনিংস খেলে রাজশাহীকে জেতালেন তিনি।
নির্ধারিত ওভারের আগেই আলোকস্বল্পতায় শেষ হওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে খুলনাকে ১১ রানে হারায় রাজশাহী। সিলেটে দিনের আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে রংপুরের জয় ৫ উইকেটে।
হাবিবুরের ব্যাটে রাজশাহীর জয়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে আজিজুলের ফিফটি ও মৃত্যুঞ্জয় চৌধুরির ক্যামিও ইনিংসে ৭ উইকেটে ১৭২ রান করে খুলনা। পরে রাজশাহী ১৭.২ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান করার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা।
ডিএলএস পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয় রাজশাহীকে।
৮ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হাবিবুর। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচের প্রথম ভাগ রাঙান আজিজুল। সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ১২০ গড়ে ২৪০ রান করে আসা ব্যাটসম্যান ধরে রাখেন তার সেই ফর্ম।। স্বীকৃত ক্রিকেটে পা রেখেই ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ৩১ বলে করেন ৫৩ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই অভিজ্ঞ এনামুল হকের উইকেট হারায় খুলনা। তিন নম্বরে নেমে তৃতীয় বলে বাউন্ডারি মারেন আজিজুল। এক ওভার পর এসএম মেহেরব হাসানের বল ডিপ স্কয়ার লেগ দিয়ে ওড়ান ছক্কায়।
মোহর শেখের বলে তিনি কভারের ওপর দিয়ে মারেন ছক্কা। নিহাদউজ্জামানের বলে ছক্কা মেরে পঞ্চাশ পূর্ণ করেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। পরের বলে ফের ছক্কার চেষ্টায় ক্যাচ আউট হন তিনি।
এরপর দলকে এগিয়ে নেন নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয়। ৪ চারে ২৬ বলে ৩৭ রান করে ফেরেন খুলনার অধিনায়ক। ৩ চারের সঙ্গে ২ ছক্কায় মাত্র ১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন প্রায় সাড়ে ৮ মাস পর মাঠে নামা মৃত্যুঞ্জয়।
রাজশাহীর পক্ষে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন অভিজ্ঞ ফরহাদ রেজা।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮৯ রান নেন হাবিবুর ও সাব্বির হোসেন। প্রথম ওভারে নাহিদুল ইসলামের বলে দুটি চার মারেন হাবিবুর। পরের ওভারে আল আমিন হোসেনের বলে তিনি মারেন প্রথম ছক্কা।
চতুর্থ ওভারে মৃত্যুঞ্জয়ের শেষ দুই বল সীমানার ওপারে ফেলেন হাবিবুর। সপ্তম ওভারে মাত্র ৩০ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি স্পর্শ করেন ২৫ বছর বয়সী ওপেনার। পরে মেহেদি হাসান রানার বলে দুটি চারের মাঝে মারেন ছক্কা।
দশম ওভারে হাবিবুরকে থামান মৃত্যুঞ্জয়। পরের ওভারে টিপুর বলে স্টাম্পড হন ২৩ বলে ২৮ রান করা সাব্বির।
তবে চাপ আসতে দেননি প্রিতম কুমার। ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রাজশাহীর ভারপ্রাপ্ত অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ২০ ওভারে ১৭২/৭ (এনামুল ০, অমিত ২৭, আজিজুল ৫৩, মিঠুন ২, সোহান ৩৭, জিয়াউর ১, নাহিদুল ২, মৃত্যুঞ্জয় ৩৫*, মেহেদি ২*; মেহেরব ৩-০-২৬-১, মোহর ৪-১-২৫-২, শফিকুল ৪-০-৪৬-০, নিহাদউজ্জামান ১-০-১৪-১, ফরহাদ ৪-০-১৮-৩, ওয়াসি ২-০-১৬-০, সাব্বির ২-০-২০-০)
রাজশাহী: ১৭.২ ওভারে ১৫৩/৩ (হাবিবুর ৬৬, সাব্বির ২৮, প্রিতম ৩০*, মেহেরব ২৬, কিবরিয়া ০*; নাহিদুল ৪-০-২৭-০, আল আমিন ৩-০-২৯-০, মৃত্যুঞ্জয় ৩-০-৩২-২, টিপু ৩.২-০-২৮-১, মেহেদি ৩-০-৩২-০, আজিজুল ১-০-৪-০)
ফল: ডিএলএস পদ্ধতিতে রাজশাহী ১১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাবিবুর রহমান
মুকিদুল-আলাউদ্দিনের দারুণ বোলিংয়ে রংপুরের জয়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুর চমৎকার বোলিংয়ে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর।
১৩৩ রানের লক্ষ্য ১৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে আকবর আলির নেতৃত্বাধীন দল।
প্রায় সাত মাস পর মাঠে নেমে ফেরাটা সুখকর করতে পারেননি তামিম ইকবাল। একটি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে বোল্ড হন তিনি। চট্টগ্রামের অন্য ব্যাটসম্যানরাও বেশি কিছু করতে পারেননি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। এছাড়া ২০ ছুঁতে পারেন শুধু ইরফান শুক্কুর।
৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন মুকিদুল। আলাউদ্দিন ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট।
রান তাড়ায় ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন তানবীর হায়দার। দলকে একশর কাছে নিয়ে ৩৭ বলে ৪১ রান করে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আকবরের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান।
বাকিদের ছোট ছোট ইনিংসে অনায়াস জয় পায় রংপুর।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম: ২০ ওভারে ১৩২/৯ (জয় ১৪, তামিম ১৩, ইয়াসির ১৮, মুমিনুল ২৭, ইরফান ২০, সাজ্জাদুল ৮, নাঈম ০, শরিফ ১৫*, মুরাদ ৫, ইফরান ১, আশিক ৭*; এনামুল ৪-০-৪০-১, মুকিদুল ৪-০-১৭-৩, আরিফ ২-০-১৯-০, গাফফার ৪-০-২৯-১, আলাউদ্দিন ৪-০-৯-২, তানবীর ১-০-৯-০, আরিফুল ১-০-৮-০)
রংপুর: ১৬.৫ ওভারে ১৩৪/৫ (রিজওয়ান ১৫, তানবীর ৪১, নাঈম ২৪, মামুন ১, আকবর ২৫, আরিফুল ১২*, আলাউদ্দিন ১০*; ইফরান ৩-০-২৫-০, শরিফ ৩-০-১৬-১, মুরাদ ৪-০-২৬-২, আশিক ২-০-৩২-০, নাঈম ৪-০-২৩-০, মুমিনুল ০.৫-০-১০-১)
ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আলাউদ্দিন বাবু।