টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতীয় অলরাউন্ডারের মতে, তিন ম্যাচে রান না পাওয়া কোহলির সামর্থ্য আছে পরের তিন ম্যাচে সেঞ্চুরি করে সবার মুখ বন্ধ করে দেওয়ার।
Published : 14 Jun 2024, 09:36 PM
আইপিএলে রানের জোয়ার বইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে মুদ্রার উল্টো পিঠ দেখছেন ভিরাট কোহলি। তিন ম্যাচের একটিতেও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। সতীর্থের এমন ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে শিভাম দুবে বলেন, ভারতের ব্যাটিং গ্রেট নিয়ে কথা বলার মতো কেউ নন তিনি।
এবারের আইপিএলটা দুর্দান্ত কেটেছে কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফে জায়গা করে নেওয়ার পথে বড় অবদান ছিল তার। ১৫ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৭৪১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নেন তিনি। আসরে ৬০০ রানও করতে পারেনি আর কোনো ব্যাটসম্যান।
দুর্দান্ত ওই ব্যাটিং প্রদর্শনীর দিন কয়েক পরই বিশ্বকাপে খেলতে গিয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়ে যান স্রেফ ১ রান করে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে করেন ৪ রান।
যুক্তরাষ্ট্র ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো পান শূন্য রানের তেতো স্বাদ। তিনটি ম্যাচেই ওপেন করতে নামেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ভারতীয় তারকার এই ছন্দহীনতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দুবেকে। উত্তরে এই অলরাউন্ডার বলেন, তিন ম্যাচে রান না পাওয়া কোহলির সামর্থ্য আছে পরের তিন ম্যাচে সেঞ্চুরি করে সবার মুখ বন্ধ করে দেওয়ার।
“কোহলির সম্পর্কে কথা বলার আমি কে! তিন ম্যাচে রান না পেলে, পরের তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি করতে পারেন তিনি এবং তারপর এ বিষয়ে আর কোনো আলোচনা হবে না। আমরা সবাই তার মান এবং তিনি কীভাবে খেলে, সেটা সম্পর্কে জানি।”
বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়া ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শনিবার, কানাডার বিপক্ষে।