জাতীয় ক্রিকেট লিগ
Published : 26 Oct 2024, 08:03 PM
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের উপলক্ষ দুর্দান্ত পারফরম্যান্সে রাঙালেন মারুফ মৃধা। আগুন ঝরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়ানো ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সঙ্গে আনিসুল ইসলামের দ্যুতিতে রাজশাহী বিভাগকে একশর নিচে গুঁড়িয়ে দিল ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে শনিবার রাজশাহীর প্রথম ইনিংস ৭৭ রানে গুটিয়ে দিয়েছে ঢাকা মেট্রো। পরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। ৬১ রানে এগিয়ে আছে দলটি।
সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীকে শুরু থেকে চেপে ধরেন মারুফ, আনিসুলরা। তানজিদ হাসানকে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন মারুফ। মিজানুর রহমানকে রানের খাতা খুলতে দেননি আবু হায়দার রনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সাব্বির হোসেন, ফরহাদ হোসেন ও সানজামুল ইসলামকে ড্রেসিং রুমে ফেরত পাঠান আনিসুল। প্রিতম কুমার, শাখির হোসেন শুভ্র, মেহেরব হাসান ও শফিকুলকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন মারুফ। মোহর শেখকে বিদায় করে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন তিনি।
রাজশাহীর ইনিংসে কেবল তিনজন যেতে পারেন দুই অঙ্কে। সর্বোচ্চ ১৯ রান করেন দশ নম্বরে নামা মোহর।
প্রতিপক্ষকে অল্পে আটকে দেওয়ার স্বস্তি ব্যাটিংয়ে নামতেই উবে যায় ঢাকা মেট্রোর। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তারা। ৬৭ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন আমিনুল ইসলাম ও শামসুর রহমান।
৩২ রান করা আমিনুলকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন সানজামুল। দিনের বাকি সময় তাহজিবুল ইসলামকে নিয়ে কাটিয়ে দেন শামসুর।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২৮.২ ওভারে ৭৭ (তানজিদ ৯, সাব্বির ১৩, মিজানুর ০, প্রিতম ৬, ফরহাদ ১, শুভ্র ০, মেহেরব ১৩, সানজামুল ০, শফিকুল ২, মোহর ১৯, রায়হান ৫*; আবু হায়দার ১১-২-৪০-১, মারুফ ১১.২-১-২২-৬, আনিসুল ৬-১-১০-৩)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫০.২ ওভারে ১৩৮/৫ (নাঈম ১২, আনিসুল ৮, আইচ ১৩, মার্শাল ২২, শামসুর ৩৭*, আমিনুল ৩২, তাহজিবুল ১২*; শফিকুল ৭-১-১৭-১, মোহর ১৩-৪-৪১-১, সাব্বির ৮-১-২৩-২, রায়হান ৭-০-২৯-০, সানজামুল ১০.২-২-২২-১, মেহেরব ৫-২-৫-০)
চট্টগ্রামকে দুইশর আগে থামিয়ে স্বস্তিতে নেই সিলেটও
বোলারদের সম্মিলিত চেষ্টায় চট্টগ্রামকে দুইশ রানও করতে দিল না সিলেট। কিন্তু তাদের ব্যাটসম্যানরা পারলেন না নিজেদের মেলে ধরতে। বেশ কয়েকটি উইকেট হারিয়ে দিন শেষে তাই স্বস্তিতে নেই তারাও।
সিলেট একাডেমী মাঠে চট্টগ্রামকে ১৯৮ রানে গুটিয়ে ব্যাটিং করছে সিলেট। ৫ উইকেটে ১১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। এখনও পিছিয়ে আছে ৮৪ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম পঞ্চম ওভারেই হারায় সাদ্দাম হোসেনকে। পারভেজ হোসেন ও সাজ্জাদুল হকের ৪০ রানের জুটিতে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে দলটি।
পরপর দুই বলে পারভেজ (১ ছক্কা ও ৫ চারে ৩৪) ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রেজাউর রহমান রাজা। সাজ্জাদুলকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ইয়াসির আলি চৌধুরি।
৫ চারে ৩৩ রান করে বিদায় নেন সাজ্জাদুল। কিছুক্ষণ পর ভেঙে পরে চট্টগ্রামের ইনিংস। ৪৪ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
তাদের ইনিংসে একমাত্র ফিফটি করেন ইয়াসির। ৩ ছক্কা ও ৯ চারে ৭৩ রান করেন তিনি।
সিলেটের হয়ে তিনটি করে উইকেট নেন তোফায়েল আহমেদ ও রেজাউর। দুটি প্রাপ্তি আবু জায়েদের।
সিলেটের শুরুটা ভালো হয়নি। ২২ রানে তৌফিক খান ও জাকির হাসানকে হারিয়ে চাপে পড়া দলকে কিছুক্ষণ টানেন পিনাক ঘোষ ও আমিত হাসান। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি তারা দুইজন।
আসাদুল্লাহ আল গালিব ও নাসুম আহমেদের জুটিতে দিনের বাকি সময় কাটিয়ে দেয় সিলেট।
জাতীয় লিগে দিনের অন্য দুটি ম্যাচের প্রথম দিন ভেস্তে গেছে বৃষ্টি ও ভেজা মাঠের কারণে। বরিশাল ও খুলনা এবং রংপুর ও ঢাকার ম্যাচ দুটিতে টস করাই সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৯৮ (পারভেজ ৩৪, সাদ্দাম ৪, সাজ্জাদুল ৩৩, শাহাদাত ০, ইয়াসির ৭৩, শামীম ২৪, ইরফান ০, ইফতেখার ০, আশরাফুল ৬, ইফরান ৯, ফাহাদ ০*; আবু জায়েদ ১১-১-৩৯-২, তোফায়েল ১০-১-৪৬-৩, রেজাউর ১১-২-৩৯-৩, নাঈম ৪-০-২৮-১, নাসুম ৯.২-২-৩৫-১)
সিলেট ১ম ইনিংস: ৩৯ ওভারে ১১৪/৫ (তৌফিক ৭, জাকির ১৩, পিনাক ২০, অমিত ২৭, আসাদুল্লাহ ১৭*, মাইশুকুর ০, নাসুম ২১*; ইফরান ৯-২-২৭-২, ফাহাদ ১০-৩-২৯-১, ইফতেখার ৮-১-২৭-০, আশরাফুল ৯-৩-১৮-১, সাজ্জাদুল ২-১-৫-০)