আইপিএল
আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই, অস্ট্রেলিয়ার জশ ইংলিসকে পাঞ্জাব কিংসের একাদশে দেখতে চান নিউ জিল্যান্ডের সাবেক পেসার।
Published : 15 Apr 2025, 06:48 PM
আইপিএলে ব্যর্থতা পিছু ছাড়ছে না গ্লেন ম্যাক্সওয়েলের। গত আসরের মতো এবারও নিজেকে খুঁজে ফিরছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তার পারফরম্যান্সে ভীষণ বিরক্ত সাইমন ডুল। নিউ জিল্যান্ডের সাবেক এই পেসারের মতে, ম্যাক্সওয়েলকে দল থেকে বাদ দেওয়ার সময় হয়েছে।
গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন ম্যাক্সওয়েল। সেবার ৯ ইনিংসে কেবল ৫২ রান করেন তিনি। ৬ ইনিংসে অফ স্পিনে নেন ৬ উইকেট।
বাজে মৌসুম কাটানো ম্যাক্সওয়েলকে গত নভেম্বরের মেগা নিলামের আগে ছেড়ে দেয় বেঙ্গালুরু। পরে নিলাম থেকে তাকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। বেঙ্গালুরুতে গত চার আসর খেলার আগে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে পাঁচ মৌসুম খেলেন তিনি।
নিজের দিনে যেকোনো বোলারকে গুঁড়িয়ে দিতে পারেন ম্যাক্সওয়েল। খুনে ব্যাটিংয়ে একাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। এমন একজনকে দলে ফেরাতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল পাঞ্জাব।
কিন্তু এখন পর্যন্ত দলকে ভালো কোনো পারফরম্যান্স উপহার দিতে পারেননি তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাবের প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান। পরের ম্যাচে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাকে নামতে হয়নি ব্যাটিংয়ে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১ ছক্কা ও ৩ চারে ২১ বলে ৩০ রান করে কিছুটা আশা জাগান ম্যাক্সওয়েল। কিন্তু পরের দুই ম্যাচে আবারও খোলসে ঢুকে যান তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১ রান ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৩ রান করেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
আসরে ৫ ম্যাচ খেলে তার মোট রান স্রেফ ৩৪। বল হাতেও কাটাচ্ছেন নিষ্প্রভ সময়, উইকেট নিতে পেরেছেন সবে তিনটি।
নিজের শক্তির জায়গা ব্যাটিংয়ে কোনো অবদানই রাখতে না পারা ম্যাক্সওয়েলকে বাদ দিতে বলেছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক ডুল। ক্রিকবাজের অনুষ্ঠানে পাঞ্জাবের এই ক্রিকেটারের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“আমার মনে হয়, ম্যাক্সওয়েল যথেষ্ট সুযোগ পেয়েছে। বলতে চাচ্ছি, সে এখন যেভাবে আউট হচ্ছে, কোচ হলে এটা আমাকে হতাশ করত।”
“তাদের দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়, এটাই সবচেয়ে হতাশার। তাই ওমারজাইকে তার জায়গায়, ইংলিকে তার জায়গায় খেলানো হচ্ছে, এমন কিছু দেখতে চাই।”
আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে পাঞ্জাব। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা দলটি মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।