ব্রাইডন কার্সের বদলি হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন তিনি।
Published : 06 Mar 2025, 08:49 PM
মেগা নিলামে ভিয়ান মুল্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। তবে সৌভাগ্যবশত আইপিএলে তার খেলার দুয়ার খুলে গেল। দক্ষিণ আফ্রিকান পেস-বোলিং অলরাউন্ডারকে দলে টানল সানরাইজার্স হায়দরাবাদ।
ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সের বদলি হিসেবে মুল্ডারকে দলে যোগ করার কথা বৃহস্পতিবার জানায় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
গত নভেম্বরে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে কার্সকে দলে টানে হায়দরাবাদ। কিন্তু আইপিএলের আসছে আসরে তাকে পাবে না দলটি। পায়ের আঙুলের চোটে ভুগছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ভারত সফরের সময় বাঁ পায়ের আঙুলে সমস্যা দেখা দেয় কার্সের। তাতে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট মনে হয়নি তাকে। হেরে যাওয়া ম্যাচটিতে সবচেয়ে খরুচে ছিলেন কার্স।
ওই ম্যাচ খেলেই বরং আঙুলের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় পরে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। পরে তার বদলি হিসেবে রেহান আহমেদকে দলে যোগ করে ইংলিশরা। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
আইপিএল নিলামে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল মুল্ডারের। কিন্তু অবিক্রিত থেকে যান তিনি। কার্সের চোট তার জন্য হয়ে এলো আশীর্বাদ হিসেবে। প্রথমবার এই টুর্নামেন্টে খেলার সুযোগ তার সামনে।
মুল্ডার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেন। তিন ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি। দুই ইনিংসে রান করেন কেবল ২০।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১ টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নিয়েছেন মুল্ডার। রান করেছেন ১০৫। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২৮ ম্যাচে তার রান ২ হাজার ১৭২, স্ট্রাইক রেট ১৩২.৯২। এই সংস্করণে ওভারপ্রতি সাড়ে আটের বেশি রান দিয়ে নিয়েছেন ৬৭ উইকেট।
আগামী ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠের লড়াইয়ে নামবে হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।